পহেলগাঁও হামলার ৮ মাস পর চার্জশিট পেশ NIA-র, প্রকাশ্যে লস্কর ষড়যন্ত্রের নীলনকশা

December 15, 2025 | 2 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:২১: পহেলগাঁওয়ের বুকে ভয়াবহ জঙ্গি হামলার ঠিক আট মাস পর, মঙ্গলবার জম্মুর বিশেষ আদালতে চার্জশিট পেশ করল জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)। ১৫৯৭ পাতার এই দীর্ঘ চার্জশিটে মোট সাত অভিযুক্তের নাম উল্লেখ করা হয়েছে। এর মধ্যে পাঁচজন সহযোগী এবং দুইজন নিষিদ্ধ জঙ্গি সংগঠন- লস্কর-এ-তইবা (LeT) এবং রেসিসট্যান্স ফ্রন্ট (টিআরএফ)-র সদস্য।

এনআইএ-র পেশ করা চার্জশিটে পহেলগাঁও হামলার মূলচক্রী হিসেবে লস্কর কমান্ডার সাজিদ জাটের নাম উল্লেখ করা হয়েছে। তদন্তকারী সংস্থার দাবি, ২০২৫ সালে ভারতের মাটিতে ঘটা এই বৃহত্তম সন্ত্রাসবাদী হামলার ছক কষেছিল সাজিদই। তার সহযোগী হিসেবে নাম রয়েছে তিন পাকিস্তানি জঙ্গি- সুলেমান শাহ, হাবিব তাহির (ওরফে জিবরান) এবং হামজা আফগানির। উল্লেখ্য, গত জুলাই মাসেই ভারতীয় সেনার সঙ্গে এনকাউন্টারে এই তিন জঙ্গিই নিকেশ হয়েছে।

চার্জশিটে নাম রয়েছে স্থানীয় দুই ব্যক্তি পারভেজ আহমেদ এবং বসির আহমেদেরও। গত ২২ জুলাই এনআইএ এদের গ্রেপ্তার করে। তদন্তে জানা গিয়েছে, পারভেজ ও বসির জঙ্গিদের আশ্রয় দেওয়া এবং হামলার জন্য লজিস্টিক সহায়তা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। তাদের জেরা করেই তদন্তকারীরা বাকি হামলাকারীদের পরিচয় জানতে পারেন। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-র একাধিক ধারা, অস্ত্র আইন, ইউএপিএ (UAPA) এবং ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার ধারায় মামলা রুজু করা হয়েছে।

চলতি বছরের ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরান উপত্যকা (Baisran Valley of Pahalgam) রক্তে রঞ্জিত হয়েছিল। পর্যটকদের আটক করে, তাঁদের ধর্ম পরিচয় জিজ্ঞেস করে বেছে বেছে হত্যা করা হয়। ওই হামলায় ২৫ জন নিরীহ পর্যটক এবং একজন স্থানীয় ঘোড়সওয়ার প্রাণ হারান। চার্জশিটে উল্লেখ করা হয়েছে, লস্কর এবং টিআরএফ কীভাবে নিখুঁত পরিকল্পনার মাধ্যমে এই গণহত্যা চালিয়েছিল।

পহেলগাঁও হামলার নৃশংসতা ভারত (India) ও পাকিস্তানের (Pakistan) দ্বিপাক্ষিক সম্পর্কে বড়সড় প্রভাব ফেলে। হামলার বদলা হিসেবে গত ৭ মে ভারত ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor) শুরু করে। পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরে অবস্থিত ৯টি জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে আকাশপথে বিধ্বংসী হামলা চালায় ভারতীয় বায়ুসেনা। এর জেরে দুই দেশের মধ্যে পুরোদস্তুর যুদ্ধ বেঁধে যায়। টানা তিন দিন যুদ্ধের পর, ১০ মে উভয় দেশের মধ্যে সমঝোতার মাধ্যমে উত্তেজনার অবসান ঘটে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen