‘কোনও ভিআইপি কালচার চলবে না’, গঙ্গাসাগর মেলা নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

December 15, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:০৭:  সামনেই মকর সংক্রান্তি। প্রতিবছরের মতো এবারও সাগরদ্বীপে বসতে চলেছে ঐতিহ্যবাহী গঙ্গাসাগর মেলা (Gangasagar Mela)। আর এই মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সোমবার নবান্নে একটি উচ্চপর্যায়ের বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই বৈঠক থেকেই তিনি পুলিশ ও প্রশাসনকে সাফ জানিয়ে দিলেন, মেলা প্রাঙ্গণে কোনও ‘ভিআইপি কালচার’ বরদাস্ত করা হবে না।

প্রতিবছর জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে পুণ্যস্নানের উদ্দেশ্যে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় সাগরে। সোমবারের বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট নির্দেশ দেন, ভিআইপিদের যাতায়াত বা নিরাপত্তার দোহাই দিয়ে সাধারণ পুণ্যার্থীদের যেন কোনও সমস্যায় পড়তে না হয়। আমজনতার সুবিধাই যে সরকারের কাছে অগ্রাধিকার, তা এদিন দ্ব্যর্থহীন ভাষায় বুঝিয়ে দিয়েছেন তিনি। পাশাপাশি মেলায় ভিড় নিয়ন্ত্রণে পুলিশকে বিশেষ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রশাসন সূত্রে খবর, মেলায় আগত পুণ্যার্থীদের সুরক্ষা নিশ্চিত করতে এবার নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে গোটা এলাকা। ড্রোন ক্যামেরার মাধ্যমে আকাশপথে চলবে কড়া নজরদারি। ভিড় সামলানো এবং দর্শনার্থীদের সহায়তার জন্য মেলা চত্বরে মোতায়েন থাকবেন প্রায় সাড়ে তিন হাজার স্বেচ্ছাসেবক।

পুণ্যার্থীদের যাতায়াত মসৃণ করতেও থাকছে বিশাল আয়োজন। জানা গিয়েছে, মেলা উপলক্ষ্যে ২৫০০টি বাস, ২৫০টি লঞ্চ এবং ২১টি জেটির ব্যবস্থা রাখা হয়েছে। প্রতিটি পুণ্যার্থীর হাতে থাকবে বিশেষ ব্যান্ড ও আইডি কার্ড এবং তাঁরা প্রত্যেকেই ইনসিওরেন্স বা বিমার আওতায় থাকবেন।

প্রস্তুতি খতিয়ে দেখতে আগামী ১২ জানুয়ারি মন্ত্রীরা পৌঁছে যাবেন মেলা প্রাঙ্গণে। প্রশাসনের লক্ষ্য, কড়া নিরাপত্তা ও সুব্যবস্থাপনার মাধ্যমে নির্বিঘ্নেই সম্পন্ন হোক এবারের গঙ্গাসাগর মেলা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen