Noble Prize 2025: চিকিৎসায় নোবেল পেলেন যুক্তরাষ্ট্র ও জাপানের ৩ বিজ্ঞানী

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১৯:২৫: স্টকহোমে শুরু হয়েছে ২০২৫ সালের নোবেল সপ্তাহ। মানবতার কল্যাণে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে একে একে ঘোষণা করা হবে বিভিন্ন বিভাগে নোবেল বিজয়ীদের নাম। এবারে সূচনা হয়েছে চিকিৎসাবিদ্যা বিভাগ দিয়ে।
চিকিৎসা বা ফিজিওলজিতে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন তিনজন বিশিষ্ট বিজ্ঞানী- মেরি ই. ব্রুনকো, ফ্রেড র্যামসডেল (উভয়েই যুক্তরাষ্ট্রের) এবং শিমন সাকাগুচি (জাপান)। তাঁদের গবেষণা ‘পেরিফেরাল ইমিউন টলারেন্স’ বা রোগ প্রতিরোধ ব্যবস্থার নিয়ন্ত্রণ প্রক্রিয়া নিয়ে, যা অটোইমিউন রোগ ও ক্যান্সার চিকিৎসায় নতুন দিগন্ত খুলে দিয়েছে।
কারোলিনস্কা ইনস্টিটিউটের নোবেল কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই আবিষ্কার রোগ প্রতিরোধ ক্ষমতার ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং ভবিষ্যতের চিকিৎসা পদ্ধতিতে বিপ্লব ঘটাতে পারে।
নোবেল সপ্তাহে প্রতিদিন একেকটি বিভাগে বিজয়ীর নাম ঘোষণা করা হবে:
– ৭ অক্টোবর: পদার্থবিদ্যা
– ৮ অক্টোবর: রসায়ন
– ৯ অক্টোবর: সাহিত্য
– ১০ অক্টোবর: শান্তি
– ১৩ অক্টোবর: অর্থনীতি
পুরস্কার প্রদান অনুষ্ঠান হবে ১০ ডিসেম্বর, আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে। বিজয়ীরা পাবেন ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনার, একটি ১৮ ক্যারেটের সোনার পদক এবং সম্মাননাপত্র। এই সম্মাননা শুধু বিজ্ঞানীদের নয়, মানবজাতির অগ্রগতির প্রতীক হয়ে উঠেছে। নোবেল সপ্তাহের প্রতিটি দিন তাই বিশ্বজুড়ে কৌতূহল আর উদ্দীপনার কেন্দ্রবিন্দু।