Nobel Prize 2025: রসায়নে ‘মেটাল-অর্গানিক ফ্রেমওয়ার্কস’ প্রযুক্তি নিয়ে গবেষণায় নোবেল ৩ বিজ্ঞানীর

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:৫৪: রসায়নে অসামান্য অবদানের জন্য চলতি বছরে নোবেল পুরস্কার পেলেন জাপান, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের তিন বিশিষ্ট বিজ্ঞানী। ‘মেটাল-অর্গানিক ফ্রেমওয়ার্কস’ (MOFs) প্রযুক্তির উন্নয়নে তাঁদের যুগান্তকারী গবেষণার স্বীকৃতি হিসেবে এই সম্মান প্রদান করেছে দ্য রয়াল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস।
বুধবার ৮ অক্টোবর স্টকহোমে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
সম্মানপ্রাপ্ত বিজ্ঞানীরা হলেন:
সুসুমু কিতাগাওয়া – কিয়োটো বিশ্ববিদ্যালয়, জাপান
ওমর এম ইয়াঘি – ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় (বার্কলি), যুক্তরাষ্ট্র
রিচার্ড রবসন – মেলবোর্ন বিশ্ববিদ্যালয়, অস্ট্রেলিয়া
নোবেল কমিটির বক্তব্য, ‘আমরা আজ যে সমস্ত চ্যালেঞ্জের সম্মুখীন হই, ২০২৫ সালের রসায়নে নোবেল বিজয়ী সুসুমু কিতাগাওয়া, রিচার্ড রবসন এবং ওমর ইয়াঘি ধাতু-জৈব কাঠামোর উন্নয়নের মাধ্যমে রসায়নবিদদের সেগুলির কিছু সমাধানের নতুন সুযোগ প্রদান করেছেন।’
এই গবেষণা পরমাণু ও অণুর স্তরে গঠিত ছিদ্রযুক্ত (porous) কাঠামো তৈরির মাধ্যমে গ্যাস সংরক্ষণ, পৃথকীকরণ ও পরিবেশগত প্রয়োগে বিপ্লব ঘটিয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
এর আগে সোমবার, ৬ অক্টোবর চিকিৎসাশাস্ত্রে এবং মঙ্গলবার, ৭ অক্টোবর পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। চিকিৎসায় সম্মান পেয়েছেন মেরি ই. ব্রুনকো, ফ্রেড র্যামসডেল (উভয়েই যুক্তরাষ্ট্রের) এবং শিমন সাকাগুচি (জাপান)। পদার্থবিজ্ঞানে কোয়ান্টাম মেকানিক্সে গবেষণার জন্য পুরস্কৃত হয়েছেন যুক্তরাষ্ট্রের তিন বিজ্ঞানী – জন ক্লার্ক, মাইকেল এইচ ডিভোরেট এবং জন এম মার্টিনিস।
নোবেল পুরস্কার ২০২৫-এর ধারাবাহিক ঘোষণায় আগামীকাল, ৯ অক্টোবর সাহিত্যে এবং শুক্রবার, ১০ অক্টোবর শান্তিতে বিজয়ীদের নাম প্রকাশ করা হবে।