সবুজায়নের লক্ষ্যে অভিনব সিদ্ধান্ত উত্তর দমদম পুরসভার

উত্তর দমদম পুরসভার এই উদ্যোগে কিছুটা হলেও আশা দেখছেন পরিবেশবিদরা।

March 4, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi
সবুজায়নের লক্ষ্যে অভিনব সিদ্ধান্ত উত্তর দমদম পুরসভার

নিউজ ডেস্ক,দৃষ্টিভিঙ্গি: অভিনব সিদ্ধান্ত উত্তর দমদম পুরসভার। কি সেই সিদ্ধান্ত? আপনি চার কাঠার বেশি জমিতে নির্মাণ কাজ করছেন? তাহলে তাতে বাধ্যতামূলকভাবে গাছ লাগাতে হবে। বিল্ডিংয়ের নকশা অনুমোদনের সময় গাছ লাগানোর বিষয়টি উল্লেখ করতে হবে। পুরসভার দাবি, সবুজায়নের লক্ষ্যেই এই অভিনব সিদ্ধান্ত ।

উত্তর দমদম পুরসভার এই উদ্যোগে কিছুটা হলেও আশা দেখছেন পরিবেশবিদরা। পরিবেশবিদদের ও বাসিন্দাদের দাবি, নতুন গাছ লাগানো প্রয়োজন। উত্তর দমদম পুরসভার চেয়ারম্যান বিধান বিশ্বাস বলেন, ‘সবুজ রক্ষা ও সবুজ বৃদ্ধি উভয় ক্ষেত্রেই জোর দেওয়া হয়েছে। সেকারণে পর্যায়ক্রমে একাধিক পরিকল্পনা করা হচ্ছে। শহরজুড়ে বৃক্ষরোপণ হচ্ছে। চার কাঠার বেশি জমিতে নির্মাণ হলে, সেখানে গাছ লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

পরিবেশবিদরা ও বাসিন্দারা উদ্বিঘ্ন শহরাঞ্চলে দ্রুততার সঙ্গে জলাশয়, জলাভূমি ও সবুজ যেভাবে ধ্বংস হচ্ছে। কাটা হচ্ছে গাছ, গজিয়ে উঠছে আবাসন, পুকুর ভরাট করা হচ্ছে। উত্তর দমদম পুরসভার এই অভিনব উদ্যোগে আশার আলো দেখছেন পরিবেশবিদরা ও বাসিন্দারা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen