ফের গণধর্ষণের ঘটনা ওড়িশায়, কর্মস্থল থেকে ফেরার পথে তরুণীকে মাদক খাইয়ে নির্যাতন

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:১৫: ওড়িশার সুবর্ণপুর জেলায় চাঞ্চল্যকর এক ঘটনায় তিন মুখোশধারী দুষ্কৃতী এক তরুণীকে মাদক খাইয়ে অপহরণ ও গণধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে, যখন ওই তরুণী কর্মস্থল থেকে বাড়ি ফিরছিলেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তরা রাস্তায় ওই তরুণীর মুখে একটি অচেতনকারী স্প্রে ছিটিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই সংজ্ঞা হারাতে থাকেন তিনি। এরপরই তিনজন মিলে তাঁকে টেনে নিয়ে গিয়ে পাশবিক নির্যাতন চালায়। সংজ্ঞা ফিরে পেয়ে পরদিন সকালে তরুণী সরাসরি বিরমহারাজপুর থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন।
বিরমহারাজপুরের এসডিপিও হেমন্ত রাও জানান, “অভিযুক্তরা অচেতনকারী পদার্থ ব্যবহার করে ভিকটিমকে কাবু করেছিল। এরপর নৃশংসভাবে ধর্ষণ করা হয়। দুই সন্দেহভাজনকে ইতিমধ্যে আটক করা হয়েছে এবং তৃতীয় ব্যক্তির সন্ধানে তল্লাশি চলছে। ঘটনার সমস্ত প্রমাণ সংগ্রহ করে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও জানান, “তরুণী বর্তমানে চিকিৎসা ও মানসিক পরামর্শ পাচ্ছেন। পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ও সহায়তা দেওয়া হচ্ছে।”
এই ঘটনার পর এলাকায় ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা ও সমাজকর্মীরা নারীর নিরাপত্তা নিয়ে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তারা দ্রুত দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ওড়িশার এই ঘটনাটি আবারও দেখিয়ে দিল, কর্মক্ষেত্র থেকে ফেরার পথে নারীদের নিরাপত্তা আজও কতটা অনিশ্চিত। পুলিশ তদন্তে নেমেছে, কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে কবে নারীরা রাস্তায় নিশ্চিন্তে ফিরতে পারবেন?