LIVE Parliament Winter Session: লোকসভায় একের পর এক বিল পেশ, জোরালো বিরোধিতা বিরোধীদের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:০০: সোমবার (১লা ডিসেম্বর, ২০২৫) সংসদে শুরু হল শীতকালীন অধিবেশন। অধিবেশন চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত। অধিবেশনে প্রায় চোদ্দটি বিল পেশ হওয়ার কথা রয়েছে। দেখুন প্রতি মুহূর্তের LIVE UPDATE
DAY 11:
১৫:৪১ BLO-র মৃত্যু নিয়ে বলার সময় বন্ধ করে দেওয়া হল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের মাইক্রোফোন।
১৫:৩৮ নির্বাচনী সংস্কার নিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষে বক্তব্য রাখেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
১৫:১৬ বাংলার প্রতি মিথ্যে, অবমাননাকর মন্তব্যের অভিযোগ পয়েন্ট অফ অর্ডার তোলেন নাদিমুল হক।
১৫:০৯ শমীক ভট্টাচার্য মিথ্যে বলছেন, অভিযোগ জানিয়ে পয়েন্ট অফ অর্ডার তোলেন সাকেত গোখলে।
১৫:০১ শমীক ভট্টাচার্যের বক্তব্যের সময় পয়েন্ট অফ অর্ডার তোলেন সাকেত গোখলে।
১৪:৪৪ কেন্দ্রের কাছে বাংলার বকেয়ার দাবিতে প্রশ্ন করেন সৌগত রায়
১৪:৩১ দেশে পরমাণু ক্ষেত্র বেসরকারিকরণের পথে এগোচ্ছে সরকার: সৌগত রায়
১৪:২৯ শান্তি বিলের (অ্যাটমিক এনার্জি বিল, ২০২৫) বিরোধিতা করছেন সৌগত রায়।
১৪:১৬ রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য নিয়োগের উপর সংসদ তথা কেন্দ্রীয় নিয়ন্ত্রণের বিরোধিতা করেন সৌগত রায়।
১৪:১৪: বেলা একটার সময় বিলের কপি দেওয়া হচ্ছে, দুটোয় বিল পেশ। সংসদ বিষয়ক মন্ত্রককে দুষলেন সৌগত রায়। তৃণমূলের তরফে তিনি বিলের বিরোধিতা করেন।
১৪:০৫ লোকসভায় পেশ হল বিকশিত ভারত শিক্ষা অধিষ্ঠান বিল, ২০২৫
১২:৫৯ ONGC-র জমি সংক্রান্ত বিষয়ে প্রশ্ন করেন নাদিমুল হক।
১২:০৮ লোকসভায় তুমুল হয়হট্টগোল বিরোধীদের। দুপুর দুটো অবধি মুলতুবি লোকসভা।
১১:৪০: বারোটা অবধি মুলতুবি লোকসভাও।
১১:০৭ নাড্ডা বলতে উঠতেই বিরোধীরা সরব হন। এক ঘণ্টার জন্য মুলতুবি করে দেওয়া হয় রাজ্যসভা।
DAY 10:
১৪:২৯ সর্বশিক্ষা অভিযান সহ নানান কেন্দ্রীয় প্রকল্পে কেন্দ্র সরকারের কাছে বাংলার বকেয়া মেটানোর দাবি জানান রচনা বন্দ্যোপাধ্যায়।
১৩:১৫: দুপুর দুটো পর্যন্ত মুলতুবি রাজ্যসভা
১২:২৬ কলকাতা থেকে ইউরোপ, আমেরিকা পর্যন্ত সরাসরি ফ্লাইট চালু করার দাবি জানান সাংসদ সায়নী ঘোষ।
১১:০০: লোকসভা বারোটা অবধি মুলতুবি করা হল। রাজ্যসভা ১১:১৫ অবধি মুলতুবি করা হল।
১১:০০ শিবরাজ পাটিলের মৃত্যুতে শোক জ্ঞাপন করলেন লোকসভার অধ্যক্ষ। নীরাবতা পালন করলেন সাংসদেরা।
DAY 9:
১৫:১৩ রামপুরহাট-শিয়ালদহ লোকাল ভায়া আমোদপুর, লাভপুর, কাটোয়া, এই ট্রেনের দাবি জানান অসিত মাল।
১৪:৫৭ পয়েন্ট অফ অর্ডার তোলেন সুখেন্দুশেখর রায়
১৪:৪৯ মাতলা হল্টে ট্রেন স্টপেজের দাবিতে প্রশ্ন করেন প্রতিমা মণ্ডল
১৪:৪৪ রাজ্যসভায় SIR নিয়ে বক্তব্য রাখেন দোলা সেন।
১৪:১৬ মুর্শিদাবাদী সিল্কের দ্রুত জিআই-র দাবি জানান ইউসুফ পাঠান
১৩:৪৩ সাঁওতালদের জন্য পৃথক ধর্মী কোড-র দাবি জানান সাংসদ কালীপদ সোরেন।
১২:৪৮ প্রাক্তন সেনাকর্মীদের পলিক্লিনিকের দাবি জানান শতাব্দী রায়
১২:৩৬ একশো দিনের কাজে বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনা নিয়ে সরব হন সাংসদ সৌগত রায়।
১২:০৬ একশো দিনের কাজ বাবদ বাংলার প্রাপ্য টাকা এবং পুনরায় প্রকল্প চালু করার দাবি জানান মিতালি বাগ।
১১:৫১: কুড়মালি ভাষা, রাজবংশী ভাষা ও কামতাপুরী ভাষাকে অষ্টম তপসিলে অন্তর্ভুক্তির দাবি জানান সামিরুল ইসলাম
১১:২১: প্রতি বছর উদয়নারায়ণপুর বন্যায় ভেসে যায় মাইথন, পাঞ্চেতের জলে। ডিভিসি সংস্কারের ক্ষেত্রে কী পদক্ষেপ নিচ্ছে কেন্দ্র? প্রশ্ন করেন সাজদা আহমেদ
১১:২০: রাজনৈতিক অভিসন্ধিতে বাংলা ভাষী মানুষদের অনুপ্রবেশকারী বলা হচ্ছে। কেন সোনালি খাতুন, সুইটি বিবিদের বাংলাদেশে ডিপোর্ট করা হল, ঝড় তুললেন সাগরিকা ঘোষ।
Deportation of Indian migrant workers Sonali Khatun & Sweety Bibi to Bangladesh in hot haste and without due process is nothing but a political attempt to target & demonise Bangla speaking migrant workers. My intervention today in Parliament. pic.twitter.com/RL6TMsbcbr
— Sagarika Ghose (@sagarikaghose) December 11, 2025
১১:১৯: সুইটি বিবিদের মুক্তির দাবি তোলেন সাগরিকা ঘোষ।
১১:১৭: বাংলা ভাষী পরিযায়ী শ্রমিকদের উপর বিজেপি শাসিত রাজ্যে পুলিশি অত্যাচার, হেনস্থা নিয়ে সরব হন সাগরিক ঘোষ।
১১:০১: দেশের কতগুলি যানবাহন E20 সামঞ্জস্যপূর্ণ নয়। সরকারের এ সম্পর্কিত বিষয়ে মূল্যায়ন কী? পরিবহণ মন্ত্রীর কাছে প্রশ্ন করেন জগদীশচন্দ্র বাসুনিয়া।
১১:০০: শুরু হল নবম দিনের অধিবেশন
১০:৫০: বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনা এবং ১০০ দিনের কাজের টাকা আটকে রাখার প্রতিবাদে আজ সংসদ ভবন চত্বরে নীরব প্রতিবাদে সামিল হলেন তৃণমূল সাংসদরা।


DAY 8:
১৪:২৬ বন্দেমাতরম বিষয়ে বক্তব্য রাখেন সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।
১৩:২৫ SIR দেশের মানুষের সম্মানহানি করে দিয়েছে: শতাব্দী রায়
১৩:১৯ বিহারে কোনও রাজনৈতিক দল হারেনি, কোনও দল জেতেনি। জিতেছে নির্বাচন কমিশন: শতাব্দী রায়
১৩:১৭ SIR রাজনৈতিকভাবে প্রভাবিত প্রক্রিয়া: শতাব্দী রায়
১৩:১৬ SIR-কে গব্বর সিং বানিয়েছে বিজেপি: শতাব্দী রায়১৩:০০ দুপুর দুটো পর্যন্ত রাজ্যসভা মুলতুবি।১২:২৪ গভীর সমুদ্রে যাওয়া মৎসজীবীদের সামাজিক সুরক্ষার দাবিতে সওয়াল করেন দোলা সেন।
১২:০০ চেয়ারম্যানকে জিরো আওয়ার মেনশনের সংখ্যা ১৫ থেকে বৃদ্ধি করে ১৮ করার প্রস্তাব দেন রাজ্যসভায় তৃণমূলের দলনেতা ডেরেক ও’ব্রায়েন।
১১:৩১ বর্ধমান জংশনে ফুট ওভার ব্রিজ পূর্ণনির্মাণ নিয়ে প্রশ্ন করেন কীর্তি আজাদ
১১:৩০ তথ্যের অধিকার মৌলিক অধিকার, তা ধ্বংস করে দিচ্ছে কেন্দ্র সরকার। এই নিয়ে সরব হন নাদিমুল হক।
১১:২৬ দাঁতনে জগন্নাথ এক্সপ্রেসের স্টপেজের দাবিতে রেলমন্ত্রীকে প্রশ্ন করেন সাংসদ জুন মালিয়া।
১১:০০: শুরু হল ৮ম দিনের অধিবেশন দুই কক্ষে
১০:৫০ শ্বেতপত্র প্রকাশ করুক কেন্দ্র, সংসদ চত্বরে সাদা কাগজ হাতে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদ তৃণমূল সাংসদদের
DAY 7
২০: ১০: বুধবার সকাল ১১টা পর্যন্ত মুলতুবি রাজ্যসভা।
১৯:৩০: বুধবার সকাল ১১টা পর্যন্ত মুলতুবি লোকসভা। রাত ৮টা পর্যন্ত চলবে রাজ্যসভা
১৯:০০: সংসদে প্রধানমন্ত্রীর ঋষি বঙ্কিমচন্দ্রকে ‘বঙ্কিমদা’ মন্তব্য, সেন্ট্রাল হলে নীরব প্রতিবাদ তৃণমূল সাংসদদের
১৪:৪১: ভোট চুরি একটি দেশবিরোধী কাজ: রাহুল গান্ধী
১৪:১৭ জওহরলাল নেহরুকে অপমান করার কোনও সুযোগ ছাড়ছেন না এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তা অনুসরণ করছেন: মল্লিকার্জুন খাড়গে
১৪:১০ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যখন জন্ম হয়েছিল, মোদীর তিন প্রজন্ম আগের সময়ের মানুষ— তাঁকেও দাদা বলে দেন। কখনও কোনও গুজরাতিকে তো দাদা বলেন না। বল্লভভাই পটেলদা বলেন কি! তাঁরা বাঙালিদের ঘৃণা করেন: কল্যাণ বন্দ্যোপাধ্যায়
১৪:০৮ দিল্লিতে কেউ বাংলায় কথা বললেই তাঁকে গ্রেফতার করে নেওয়া হবে! আপনারা সুপ্রিম কোর্টের নির্দেশ নিশ্চয়ই দেখেছেন। আদালত বলেছে, আগে তাঁদের ফেরত নিয়ে আসো। তার পরে বিচার হবে। সেই নির্দেশ সোনালি বিবিদের ফেরত নিয়ে এসেছে কেন্দ্র: কল্যাণ বন্দ্যোপাধ্যায়
১৪:০৬ ১৯২১ সালে মহাত্মা গান্ধী যখন অসহযোগ আন্দোলন শুরু করেছিলেন, তখন কংগ্রেসের লক্ষ লক্ষ স্বাধীনতা সংগ্রামী ‘বন্দে মাতরম’ স্লোগান দিয়ে জেলে গিয়েছিলেন। আপনারা কি করছিলেন? আপনারা ব্রিটিশদের হয়ে কাজ করতেন: মল্লিকার্জুন খাড়গে
১৪:০৫ সব বাঙালিকে কি রোহিঙ্গা বলে তাড়িয়ে দেওয়া হবে! রোহিঙ্গারা কোথায় আসছে? স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে তারা আসছে মিজ়োরামে। আসলে বিজেপি বাঙালি বিদ্বেষী: কল্যাণ বন্দ্যোপাধ্যায়
১৪:০৪ বিহারে তো আপনারা অনেক কিছু বলেছিলেন। আপনারা বলেছিলেন, বিহার থেকে অনুপ্রবেশকারীদের বের করে দেবেন। কিন্তু এক জন অনুপ্রবেশকারীকেও খুঁজে পাননি। যদি অনুপ্রবেশকারী এসে থাকে, বিএসএফ, সিআইএসএফ তাদের ধরতে পারেনি। এটি তো স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর খামতি। আর কোনও ত্রুটি নয়: কল্যাণ বন্দ্যোপাধ্যায়
১৩:৪৫ ভোটাররাই সরকার ঠিক করেন। কিন্তু এখন নির্বাচন কমিশনের মাধ্যমে মোদী সরকার ঠিক করে, তাদের ভোটার কারা থাকবে: কল্যাণ বন্দ্যোপাধ্যায়
১৩:৪০ শুধুমাত্র বাংলার পরিস্থিতি নয়। অখিলেশও একটু আগে বললেন। উত্তরপ্রদেশে ১০ জনের মৃত্যু হয়েছে। সেটি বিজেপি শাসিত রাজ্য। মধ্যপ্রদেশে ৯ জনের মৃত্যু হয়েছে। এটিও বিজেপি শাসিত রাজ্য। গুজরাতে ৬ জন, রাজস্থানে ৩ জনের মৃত্যু হয়েছে। কেউ তাঁদের কাছে গিয়েছেন? বিজেপির কোনও সাংসদ, মুখ্যমন্ত্রী গিয়েছেন খোঁজ নিতে যে কেন মৃত্যু হয়েছে? আমরা গিয়েছিলাম। সিপিএম শাসিত কেরলে এক জনের মৃত্যু হয়েছে। ডিএমকে শাসিত তামিলনাড়ুতে দু’জনের মৃত্যু হয়েছে: কল্যাণ বন্দ্যোপাধ্যায়
১৩:৩৮ এসআইআর কাজ শুরু হওয়ার পরে বিএলও-দের উপর অমানবিক কাজের চাপ দেওয়া হয়েছে। বাংলায় ২০ জন আত্মহত্যা করেছেন। সুইসাইড নোটও রয়েছে। পাঁচ জন অসুস্থ হয়ে পড়েছেন। ১৯ জন মারা গিয়েছেন। তিন জন আত্মহত্যার চেষ্টা করেছেন। এর জন্য দায়ী কে! নির্বাচন কমিশন?: কল্যাণ বন্দ্যোপাধ্যায়
১৩:২৮ ইভিএম যন্ত্রের ব্যবহার নিয়ে অতীতে বিভিন্ন প্রশ্ন উঠেছে। তাই ব্যালট পেপারে নির্বাচন করানো উচিত: অখিলেশ যাদব
১৩:০২ রাজ্যসভায় বিরোধীরা ইন্ডিগো ইস্যু নিয়ে আলোচনার দাবি জানান। কিন্তু আলোচনা না-হওয়ায় ওয়াকআউট করেন তাঁরা।
১৩:০১ প্রথম ভোট চুরি হয়েছিল ১৯৪৭ সালে। তখন কংগ্রেসের কার্যনির্বাহী কমিটি সর্দার পটেলের সঙ্গে ছিল। কিন্তু নেহরুকে প্রধানমন্ত্রী করা হয়: সঞ্জয় জয়সওয়াল
১২:৪৪ নির্বাচন কমিশনের কাজ নিরপেক্ষ আম্পায়ারের মতো হওয়ার কথা। এখন বিরোধীদের এবং সাধারণ জনতাকে কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলতে হচ্ছে: মনীশ তিওয়ারি
১২:৩৫ ভোটদানের ন্যূনতম বয়স ২১ বছর থেকে কমিয়ে ১৮ বছরে করে সবচেয়ে বড় নির্বাচনী সংস্কার করেছিলেন রাজীব গান্ধী: মনীশ তিওয়ারি

১১:০২ বাংলার মনীষীদের অপমানের প্রতিবাদে রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্রের ছবি নিয়ে সেন্ট্রাল হলে মৌন প্রতিবাদ তৃণমূল সাংসদদের।
DAY 6
২০:০৫ বিশ্ব যখন পরিষ্কার জল ও বাতাস, পরিবেশ, অর্থনৈতিক স্বাধীনতা নিয়ে কথা বলছে, তখন আমরা ১৫০ বছর পর বন্দে মাতরম নিয়ে আলোচনা করছি: নির্দল সাংসদ পাপ্পু যাদব
১৯:১২ জনগণের সামনে সঠিক ইতিহাস উপস্থাপন করা প্রয়োজন: শিবসেনা (ইউবিটি) সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী
১৮:০০ ভারতীয়রা ঐক্যবদ্ধ মন্ত্র হিসাবে বন্দে মাতরম উচ্চারণ করে চলেছে : রাজনাথ সিং
১৬:৫৫ মাতৃ পুজোর পরম্পরায় বন্দেমাতরম-র জন্ম হয়েছে: রাজনাথ সিং
১৬:৪৪ বন্দেমাতরম গানে গোটা দেশ জেগে উঠেছিল: রাজনাথ সিং
১৬:৪৩ বন্দেমাতরম ভারতের ইতিহাস, বর্তমান এবং ভবিষ্যতের সঙ্গে জড়িত: রাজনাথ সিং
১৬:৪১ জরুরি ইস্যু থেকে নজর ঘোরানোর জন্য জাতীয়তাবাদের ব্যবহার বন্ধ হওয়া উচিত: অভয় কুমার সিং
১৬:৩৫ ফের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নাম ভুল সংসদে। মোদী সরকারের সাংস্কৃতিক মন্ত্রী গজেন্দ্র সিং শেখায়ত বার বার ভুল নাম বললেন। প্রথমেই তিনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিমদাস চট্টোপাধ্যায় বলে উল্লেখ করেন। গর্জে ওঠেন বিরোধীরা।
১৬:৩৩ দেশের আত্মা বন্দেমাতরম, তার মধ্যে বিভাজন এনে আপনারা পাপ করছেন: প্রিয়ঙ্কা গান্ধী
১৬:৩০ প্রশ্ন ফাঁস, বেকারত্ব, মূল্যবৃদ্ধি নিয়ে কেন সংসদে আলোচনা হয় না? প্রিয়ঙ্কা গান্ধী
১৬:২৩ আমাদের জাতীয় সঙ্গীতও একটি দীর্ঘ কবিতার অংশ, জাতীয় সঙ্গীত ও জাতীয় গীত দুটো নির্বাচনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর: প্রিয়ঙ্কা গান্ধী
১৬:২২ স্বাধীনতার পর বন্দেমাতরম-র প্রথম দুই স্তবক রাষ্ট্রগীত হিসাবে ঘোষণা করা হয়। তখন কেউ আপত্তি তোলেননি। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ও ছিলেন, তিনিও আপত্তি তোলেননি: প্রিয়ঙ্কা গান্ধী
১৬:১৮ বন্দেমাতরম নিয়ে পণ্ডিত নেহেরু ও সুভাষচন্দ্র বসুর মধ্যে আদানপ্রদান হওয়া চিঠি পড়ছেন প্রিয়ঙ্কা গান্ধী। তথ্যের আলোয় প্রকাশ্যে এসে পড়ল সংসদে দাঁড়িয়ে মোদী মিথ্যাচার।
১৬:১৫ ১৯০৫ সালে বঙ্গভঙ্গের সময় জনতার ঐক্যের গর্জন হয়ে উঠেছিল বন্দেমাতরম: প্রিয়ঙ্কা গান্ধী
১৫:৫৫ বন্দেমাতরম অটুট সাহস দিয়েছে, অদম্য আত্মবিশ্বাস দিয়েছে: রাজেশ বর্মা
১৫:৫০ অনুরাগ ঠাকুরের বক্তব্য চলাকালীন সংসদে তুমুল হট্টগোল কংগ্রেস সাংসদদের
১৫:৪৫ বন্দেমাতরম-কে সীমিত করে দুই স্তবকে সীমাবদ্ধ করে দিয়েছিলেন নেহেরুজি, আর রাহুলজি এক লাইনে সীমাবদ্ধ করতে চাইছেন: অনুরাগ ঠাকুর
১৫:২৩ বন্দেমাতরম হল স্বভিমানের মন্ত্র: শ্রীরঙ আপ্পা বার্নে
১৫:০৫ রাজ্যসভায় নিয়ম হয়েছে বন্দেমাতরম বলা যাবে না। আজও উপরাষ্ট্রপতি সেই নিয়ম বদলালেন না: অরবিন্দ গণপত সাওয়ান্ত
১৪:৫৫ হাজার হাজার স্বাধীনতা সংগ্রামীদের প্রেরণা ছিল বন্দেমাতরম: দেবেশচন্দ্র ঠাকুর
১৪:৫০ আমরা গর্বের সঙ্গে বন্দেমাতরম গাই: বাইরেড্ডি শাবরী
১৪:৪৫ নন বায়োলজিক্যাল প্রধানমন্ত্রী ধর্মের নামে দেশকে ভাগ করছেন: এ রাজা
১৪:২৬: বন্দেমাতরম-এ বিভাজন এনেছেন বিজেপি, প্রধানমন্ত্রীর পূর্বসূরিরা: এ রাজা
১৪:১৯: বন্দেমাতরম-র প্রকৃত স্বপ্ন কী?: এ.রাজা
১৪:০৯: বাংলাকে অপমান করলে বাংলা গর্জে উঠবে: কাকলি ঘোষদস্তিদার
১৪:০৮: বাংলাকে অপমান, বাংলা ভাষাকে অপমান, যে সরকার প্রতিনিয়ত করে চলেছে তাদের প্রতি ধিক্কার: কাকলি ঘোষদস্তিদার
১৪:০৩: মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিমদা বললেন, মনে হল চায়ের দোকানকে বসে একসঙ্গে আলাপ, আলোচনা করতেন: কাকলি ঘোষদস্তিদার
১৪:০২: ক্ষুদিরাম যখন ফাঁসির দড়ি পরছেন, তখন আজকের শাসক দলের পূর্বসূরিরা মুচলেখা দিয়ে দেশ বেচে দিচ্ছেন: কাকলি ঘোষদস্তিদার
১৩:৫৯: প্রত্যেক ভারতবাসীর হৃদয়ে সংকল্প, চেতনাবোধ সৃষ্টিকারী আবেগ বন্দেমাতরম: কাকলি ঘোষদস্তিদার
১৩:৫৫: যাঁরা স্বাধীনতা আন্দোলনে অংশ নেয়নি, তাঁরা বন্দেমাতরমের কী গুরুত্ব বুঝবে?: অখিলেশ যাদব
১৩:৫১: বন্দেমাতরম কেবল গাওয়ার জন্য নয়। এর কতটা বাস্তবায়ন আমরা করতে পারছি, সেটাই দেখার: অখিলেশ যাদব
১৩:৪৮: দেশকে এক জোট করেছিল বন্দেমাতরম। যাতে ইংরেজরাও ভয় পেয়ে গেছিল: অখিলেশ যাদব
১৩:৪১: আজ ভোট সুরক্ষিত নয়, দেশের মুদ্রা সুরক্ষিত নয়, সীমান্ত সুরক্ষিত নয়, ব্যবসা সুরক্ষিত নয়, স্বাস্থ্য সুরক্ষিত নয়: গৌরব গগৈ
১৩:১৫: স্বাধীনতা সংগ্রামীরা বন্দেমাতরম বলে ব্রিটিশের বিরুদ্ধে বিদ্রোহ করতেন। যা স্বাধীনতা সংগ্রামীদের থেকে ছাত্রদের মধ্যেও ছড়িয়ে পড়েছিল: গৌরব গগৈ
১৩:১৪: বন্দেমাতরম-র জন্ম বাংলায়, তা বাংলা থেকে ব্যাপকভাবে গোটা দেশে ছড়িয়ে পড়েছিল: গৌরব গগৈ
১২:২৯: লক্ষ লক্ষ মানুষ বন্দেমাতরম ধ্বনি দিয়েছিল বলে আজ আমরা এখানে বসে আছি: মোদী।
১২:২১: স্বাধীনতা আন্দোলনের সময় দেশকে শক্তি ও অনুপ্রেরণা জুগিয়েছিল বন্দেমাতরম।
১২:১৩: সংসদে এসে বন্দেমাতরম বিষয়ক বিশেষ আলোচনায় যোগ দিলেন মোদী।
১১:৪৮: পিএমকেভিওয়াই স্কিমে কর্মসংস্থানের হার নিয়ে প্রশ্ন করেন সাংসদ শতাব্দী রায়।
১০:৫০: বাংলার প্রতি কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে সংসদে বিক্ষোভ প্রদর্শন করেন তৃণমূল সাংসদরা

DAY 5 :
১৮:০৬: সোমবার সকাল ১১টা পর্যন্ত মুলতুবি লোকসভা ও রাজ্যসভা।
১৬:২৪: লোকসভায় ধ্বনিভোটের মাধ্যমে স্বাস্থ্য সুরক্ষা ও জাতীয় নিরাপত্তা কর বিল পাস হয়েছে।
১৪:২৮: রাজ্যসভায় প্রাইভেট মেম্বার্স বিল পেশ করলেন ডেরেক ও’ব্রায়েন।
১৪:১১: বাংলায় সাঁওতালি বিশ্ববিদ্যালয়ের দাবিতে বক্তব্য রাখেন সাংসদ কালীপদ সোরেন।
১৩:২৮: জল জীবন মিশনে বাংলার বকেয়ার দাবিতে বক্তব্য রাখেন প্রতিমা মণ্ডল।
১৩:০৭: শিয়ালদহ-আজমের এক্সপ্রেসের ব্যান্ডেল স্টেশনে স্টপেজের দাবি জানান হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়।
১৩:০০: বাংলা ভাষায় কথা বলার জন্য কাউকে বাংলাদেশে পাঠানো যায় না: শতাব্দী রায়
১২:৫৯: ইন্ডিগো উড়ান বিভ্রাট নিয়ে আরও এক ঘণ্টা আলোচনা চেয়ে সরব হন ডেরেক ও’ব্রায়েন।
১২:৫৫: বাংলা ভাষায় কথা বলায় বাঙালিদের উপর আক্রমণের প্রতিবাদে সরব হন শতাব্দী রায়।
১১:৪৭: প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনার সমালোচনা নাদিমুল হকের
১১:৩১: ইন্ডিগো উড়ান বাতিল নিয়ে উত্তাল রাজ্যসভা।
১১:১৯ : কেন্দ্রের প্রতি বাংলার বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে রাজ্যসভায় সরব হন প্রকাশ চিক বরাইক।
১১:১১ : লোকসভায় বক্তব্য রাখেন মিতালি বাগ।
১১:০৯ : একশো দিনের কাজের বকেয়া টাকার দাবিতে সংসদ চত্বরে বিক্ষোভ দেখাল তৃণমূল সাংসদরা।
১১:০৬ : রাজ্যসভায় পয়েন্ট অফ অর্ডার নিয়ে বলার দাবিতে সরব হন তৃণমূলের দলনেতা ডেরেক ও’ব্রায়েন।
DAY 4:
১৮: ০৫: আগামী কাল, শুক্রবার সকাল ১১টা পর্যন্ত মুলতুবি লোকসভা ও রাজ্যসভা।
১৫:২৫: সৌগত রায় বলেন যে সরকারকে নতুন সংসদ ভবন এবং প্রধানমন্ত্রী ও নতুন আবাসন কমপ্লেক্সের জন্য অর্থ প্রয়োজন, তাই এই জন্য পান মশালায় কর বসাচ্ছে। তিনি বলেন যে সরকারকে বরং সরাসরি কর সংগ্রহের উপর মনোযোগ দেওয়া উচিত, পান মশালা থেকে অর্থ আয় করার পরিবর্তে।
তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায় বলেন, অর্থমন্ত্রী এমন এক সময়ে এই বিলটি পেশ করেছেন যখন দিল্লিতে দূষণ নিয়ে প্রতিবাদ চলছে এবং মার্কিন ডলারের তুলনায় ভারতীয় টাকার দর পড়েই চলেছে। বিলের নামকরণের সমালোচনা করে তিনি বলেন, এর নাম হিন্দি বা ইংরেজি, কোনো ভাষাতেই ঠিকঠাক নয়।
বিলের ওপর বক্তব্য রাখতে গিয়ে তিনি উল্লেখ করেন, বড় বড় চিত্রতারকারা এখন পান মশলার বিজ্ঞাপন দিচ্ছেন। তাঁর কথায়, “সরকার এখন অর্থের জন্য এতটাই মরিয়া যে তারা ক্ষতিকারক পণ্য (ডিমেরিট গুডস) থেকে রাজস্ব আদায়ের চেষ্টা করছে।” তিনি আরও তুলে ধরেন যে, প্রকৃত উৎপাদন বা সরবরাহের ওপর নয়, বরং উৎপাদনের কাজে ব্যবহৃত যন্ত্রপাতির ওপরই এই সেস বসানো হবে।
তিনি বলেন, সরকার প্রায়ই আর্থিক অপরাধকে অপরাধের তালিকা থেকে বাদ দেওয়ার (decriminalising) কথা বলে, অথচ এই বিলেই অপরাধীদের পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ডের সংস্থান রাখা হয়েছে। তাই এই বিষয়ে সরকারের নীতি কী, তা স্পষ্ট করার দাবি জানান তিনি।
১৪:১৫: বাংলা তথা দেশের কালচারাল আইকন রাজা রামমোহন রায়-র বিরুদ্ধে অপমানজনক মন্তব্য করা বিজেপির মন্ত্রীর শাস্তির দাবিতে জিরো আওয়ারে সরব হন সাংসদ মিতালি বাগ।
১২:৩৫- জিরো আওয়ারে কোচবিহার বিমানবন্দর নিয়ে সরব হন সাংসদ জগদীশচন্দ্র বাসুনিয়া।
১০:৫০- বুধবারের পরে আজ বৃহস্পতিবারও সংসদ চত্বরে বাংলার বকেয়ার দাবিতে বিক্ষোভ দেখালেন তৃণমূল সাংসদেরা
DAY 3:
১৯:৪৯: লোকসভা আগামীকাল পর্যন্ত মুলতবি। আগামীকাল সকাল ১১টায় শুরু হবে অধিবেশন
১২:৩০: সমবায় নিয়ে প্রশ্ন করেন তৃণমূল সাংসদ সাকেত গোখলে।
১১:৫৭: জিয়ো আওয়ারে বাংলাকে বঞ্চনার দাবিতে সরব হন রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েন।
১১:৫৩: দেশের AI মিশন নিয়ে প্রশ্ন করেন তৃণমূল সাংসদ শতাব্দী রায়
১১:১৮: SIR ও রাজ্যের সঙ্গে আলোচনা না-করে রাজভবনের নাম বদল নিয়ে সরব সাংসদ দোলা সেন। তাঁর মতে, রাজ্যের সঙ্গে কোনও রকম আলোচনা না-করা গণতন্ত্রে হস্তক্ষেপ।


১০:৫০: কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ দেখালেন তৃণমূল কংগ্রেসের সাংসদেরা
DAY 2
১৫:৫৩: আগামী কাল, বুধবার সকাল ১১টা পর্যন্ত মুলতুবি লোকসভা ও রাজ্যসভা।
১৩:০৩: সূত্রের খবর, বিরোধীদের লাগাতার চাপে SIR ইস্যুতে আলোচনায় রাজি কেন্দ্র।
১৩:০৩: SIR ইস্যুতে আলোচনার দাবিতে দুপুর দুটোর সময় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুর সঙ্গে সাক্ষাৎ করবেন বিরোধী দলগুলির নেতারা।
১৩:০৩: সঞ্চার সাথী অ্যাপ বিতর্কে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানান, সঞ্চার সাথী কেবল মাত্র সাইবার নিরাপত্তার জন্য। ডাউনলোড করা বাধ্যতামূলক নয়।
১৩:০৩: সংসদের অচলাবস্থা কাটাতে লোকসভার অধ্যক্ষ দুপুর তিনটের সময় বৈঠক ডেকেছেন। বিরোধী নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন অধ্যক্ষ।
১২:৩০: বিরোধীরা অনড়। SIR নিয়ে দ্বিতীয় দিনেও উত্তাল সংসদ অধিবেশন। বিরোধীদের প্রশ্নের মুখে আজ দুপুর দুটো অবধি লোকসভা ও রাজ্যসভার মুলতুবি করে দেওয়া হয়।
১২:১৫: সংসদের অচলাবস্থা কাটাতে লোকসভার অধ্যক্ষ দুপুর তিনটের সময় বৈঠক ডেকেছেন। বিরোধী নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন অধ্যক্ষ।
১২:১৪: সঞ্চার সাথী অ্যাপ বিতর্কে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানান, সঞ্চার সাথী কেবল মাত্র সাইবার নিরাপত্তার জন্য। ডাউনলোড করা বাধ্যতামূলক নয়।
১২:১২: SIR ইস্যুতে আলোচনার দাবিতে দুপুর দুটোর সময় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুর সঙ্গে সাক্ষাৎ করবেন বিরোধী দলগুলির নেতারা।
১২:০০: সূত্রের খবর, বিরোধীদের লাগাতার চাপে SIR ইস্যুতে আলোচনায় রাজি কেন্দ্র।
১০:৩০: SIR-র বিরুদ্ধে সংসদের বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন বিরোধী দলের সাংসদরা
DAY 1
১৬:০০: SIR নিয়ে আলোচনার দাবিতে রাজ্যসভা থেকে ওয়াক আউট বিরোধীদের
১৫:৪৭: তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন ভোটার তালিকা সংশোধন নিয়ে বিতর্কের অনুমতি দেওয়ার জন্য রাজ্যসভার চেয়ারম্যানকে অনুরোধ করেছেন। অধিবেশনের প্রথম দিনে উচ্চকক্ষের চেয়ারম্যান রাধাকৃষ্ণনকে স্বাগত জানানোর সাথে সাথে ও’ব্রায়েন ও তার পরিবারের সুস্বাস্থ্য কামনা করেন এবং তাঁকে “যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে সুস্থ রাখতে” আহ্বান জানান। “দ্বিতীয়টি হলো যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে সুস্থ রাখা… আমরা এই শব্দগুলো-উচ্চ কক্ষ, প্রবীণদের কক্ষ-আলগাভাবে ব্যবহার করি। এখানে বিভিন্ন রাজ্যের মানুষের কথা নিয়ে আসেন, নিজেদের প্রকাশ করতে চান… আপনি ‘কাউন্সিল অফ স্টেটস’-এর অভিভাবক। আমি সম্পূর্ণ নিশ্চিত যে আপনি এই ‘কাউন্সিল অফ স্টেটস’-এ আমাদের কণ্ঠস্বর তুলে ধরতে সাহায্য করবেন…” যখন তিনি পশ্চিমবঙ্গের বকেয়া এমজিএনআরইজিএস তহবিলের (MGNREGS funds) বিষয়টিও উল্লেখ করেন। ডেরেক ও’ব্রায়েন বলেছেন যে, সংসদীয় গণতন্ত্রের স্বাস্থ্য নির্ধারণ করার জন্য কিছু “গুরুত্বপূর্ণ মাপকাঠি” রয়েছে। তিনি উল্লেখ করেছেন যে, সংসদের অধিবেশনের গড় সংখ্যা কমে আসছে। তিনি বলেন, “প্রতি অধিবেশনের গড় বসার সংখ্যা এখন ২০ দিনের নিচে নেমে এসেছে… এই অধিবেশনে এটি ১৫ দিন। এই অবস্থার উন্নতি হওয়া দরকার।” তিনি আরও বলেন, “দ্বিতীয়মাপকাঠি – অধ্যক্ষ/চেয়ারম্যান কর্তৃক বিভিন্ন বিষয়ে আলোচনার অনুমতি দেওয়া। ২০০৯ থেকে ২০১৬ সালের মধ্যে, ১১০টি আলোচনার অনুমতি দেওয়া হয়েছিল। গত আট বছরে তা কমে ৩৬-এ দাঁড়িয়েছে…”
১৪:১৭: শীতকালীন অধিবেশন শুরুর প্রথম দিনেই মুলতুবি করা হল লোকসভার অধিবেশন। আবার অধিবেশন বসবে ২ ডিসেম্বর, ২০২৫, সকাল ১১.০০ টায়।
১৪:১৪: বেলা ১২টা পর্যন্ত অধিবেশন মুলতুবির পর লোকসভা আবার দুপুর ২টা পর্যন্ত মুলতবি করা হয়।
১৪:০২: তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি (Kalyan Banerjee) বলেন “মোদীজি ছাড়া এমন ভালো নাটক আর কে করতে পারে? নরেন্দ্র মোদী দেশের সবচেয়ে বড় অভিনেতা। এটা সবাই জানে। যখন সব নীতি ফেলে দেওয়া হয়েছে। আপনি কী করবেন? স্লোগান উঠবে। মোদীজি, নির্বাচন কমিশনের মাধ্যমে সিদ্ধান্ত নেন কে ভোটার হবেন এবং কাকে ভোট দেবেন। মমতা বন্দ্যোপাধ্যায় ২০২৬ সালে আবার মুখ্যমন্ত্রী হবেন এবং বিজেপিও ৩০ আসন পাবে না।”
১১:৩০: সোমবার ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (SIR) ঘিরে উত্তাল হল লোকসভা। শীতকালীন অধিবেশনের প্রথম দিনেই মুলতুবি হল অধিবেশন। কংগ্রেস, তৃণমূল সহ বিরোধী সাংসদরা সোমবার অধিবেশনের শুরুতেই প্রশ্নোত্তর পর্ব মুলতুবি করে SIR নিয়ে আলোচনার দাবি জানান। স্পিকার ওম বিড়লা জানান SIR নিয়ে আলোচনার সুযোগ দিতে রাজি তিনি। কিন্তু প্রশ্নোত্তর পর্ব মুলতুবির দাবি মানতে রাজি না হওয়ার শুরু হয় স্লোগান-পাল্টা স্লোগান। স্পিকারের নির্দেশে বেলা ১২টা পর্যন্ত মুলতুবি হয় অধিবেশন।
১১:১৫: প্রাক্তন সাংসদ, অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুতে শোকপ্রস্তাব পেশ হল সংসদে।
১০:৩০: অধিবেশন শুরুর আগে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, শীতকালীন অধিবেশন যেন বিহার নির্বাচনে হারের হতাশার বহিঃপ্রকাশ না হয়। অধিবেশনের আগে যে সব বক্তব্য শুনেছি, তাতে বুঝেছি বিরোধীরা এখনও হারের হতাশা থেকে বেরিয়ে আসতে পারেনি। তবে সংসদ পরাজয়ের গ্লানি প্রকাশ বা জয়ের অহংকার প্রকাশের জায়গা নয়।