Delhi Air Pollution: পরিকাঠামো ও নীতি নিয়ে একগুচ্ছ প্রশ্ন, মোদী সরকারকে তীব্র ভর্ৎসনা সংসদীয় কমিটির

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ৯.৪০: দিল্লির ভয়াবহ দূষণ পরিস্থিতি নিয়ে এবার খোদ মোদী সরকারকেই কাঠগড়ায় দাঁড় করাল বিজেপি (BJP) সাংসদের নেতৃত্বাধীন পরিবেশ সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি। এনসিআর (NCR)-এর দূষণ মোকাবিলায় কেন্দ্রের পদক্ষেপে যে খামতি রয়েছে, তা কার্যত চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এই কমিটি। সংসদে পেশ করা ওই রিপোর্টে দূষণ নিয়ন্ত্রণে পরিকাঠামোগত ত্রুটি এবং নীতি নির্ধারণে দীর্ঘসূত্রিতা নিয়ে কেন্দ্রের কড়া সমালোচনা করা হয়েছে।
বিজেপি এমপি ভুবনেশ্বর কলিতার নেতৃত্বাধীন ওই কমিটি তাদের রিপোর্টে স্পষ্ট জানিয়েছে, দেশের রাজধানীতে এখনও দূষণ পরিমাপের জন্য ৭টি ‘ম্যানুয়াল এয়ার কোয়ালিটি মনিটরিং স্টেশন’ রয়েছে। কমিটির মতে, বর্তমান যুগে দাঁড়িয়ে এমন সেকেলে ম্যানুয়াল ব্যবস্থা দিয়ে শহরের প্রকৃত ও রিয়েল-টাইম দূষণ পরিস্থিতির হদিশ পাওয়া সম্ভব নয়। দিল্লিতে বর্তমানে ৪০টি অত্যাধুনিক ‘কন্টিনিউয়াস অ্যাম্বিয়েন্ট এয়ার কোয়ালিটি মনিটরিং স্টেশন’ (CAAQMS) বা স্বয়ংক্রিয় পর্যবেক্ষণ কেন্দ্র থাকলেও, অবিলম্বে বাকি ৭টি ম্যানুয়াল স্টেশনকেও অত্যাধুনিক ব্যবস্থায় উন্নীত করার সুপারিশ করেছে কমিটি।
পরিকাঠামোর পাশাপাশি নীতিগত দীর্ঘসূত্রিতা নিয়েও সরব হয়েছে সংসদীয় কমিটি। রিপোর্টে উদ্বেগ প্রকাশ করে বলা হয়েছে, ২০০৯ সালের পর থেকে ‘ন্যাশনাল অ্যাম্বিয়েন্ট এয়ার কোয়ালিটি স্ট্যান্ডার্ডস’ (NAAQS) বা জাতীয় বায়ু গুণমানের মানদণ্ড আর সংশোধন করা হয়নি। পরিবেশ মন্ত্রক কমিটিকে জানিয়েছে যে সংশোধনের প্রক্রিয়া চলছে, কিন্তু কমিটি সতর্ক করেছে যে যত দ্রুত সম্ভব এই সংশোধন করা প্রয়োজন। অন্যথায়, পুরনো মানদণ্ড আঁকড়ে থাকলে তা দূষণ নিয়ন্ত্রণের সামগ্রিক প্রচেষ্টায় নেতিবাচক প্রভাব ফেলবে।
জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষা, বিশেষ করে শিশু ও বয়স্কদের কথা মাথায় রেখে রিপোর্টে এয়ার পিউরিফায়ার বসানো নিয়েও সুনির্দিষ্ট সুপারিশ করা হয়েছে। কমিটির নির্দেশ, সমস্ত পাবলিক স্কুলের প্রাথমিক শাখার সামনে এবং সরকারি হাসপাতালগুলিতে অবিলম্বে এয়ার পিউরিফায়ার বসানোর পদক্ষেপ করুক কেন্দ্র। প্রয়োজনে সরকারি ও বেসরকারি অফিসগুলিতেও একই ব্যবস্থা করার কথা বলা হয়েছে।
এছাড়া, প্রবল দূষণের মধ্যেও যাঁদের খোলা আকাশের নিচে কাজ করতে হয়, তাঁদের স্বাস্থ্যের বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখেছে কমিটি। ট্র্যাফিক পুলিশ এবং বিভিন্ন ডেলিভারি সংস্থার কর্মীদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার বন্দোবস্ত করার জন্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, শনিবারই দিল্লি ও এনসিআর-এর একাধিক এলাকায় বাতাসের গুণমান বা একিউআই (AQI) ৪০০-এর গণ্ডি ছাড়িয়ে যায় এবং রাতে তা ৫০০-র কাছাকাছি পৌঁছে ‘সিভিয়র প্লাস’ ক্যাটাগরিতে চলে যায়। পরিস্থিতি মোকাবিলায় পরিবেশ মন্ত্রকের পক্ষ থেকে ইতিমধ্যেই একাধিক বিধিনিষেধ জারি করা হয়েছে। এর মধ্যেই সংসদীয় কমিটির এই রিপোর্ট কেন্দ্রের ওপর বাড়তি চাপ সৃষ্টি করল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।