বাংলায় বাড়ল ভোটকেন্দ্র, লোকসভা ভোটের প্রস্তুতি শুরু কমিশনের?

বুধবার অর্থাৎ আজ প্রকাশিত হল খসড়া ভোটার তালিকা। আগামী দু’মাস তা সংশোধ

November 1, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বুধবার অর্থাৎ আজ প্রকাশিত হল খসড়া ভোটার তালিকা। আগামী দু’মাস তা সংশোধনের কাজ চলবে। ৫ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। ইতিমধ্যেই আগামী লোকসভা ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন। এই আবহে বাংলায় ভোটকেন্দ্রর সংখ্যা বৃদ্ধির কথা ঘোষণা করল কমিশন। মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর জানিয়েছে, বাংলায় নতুন ৯৬০টি ভোটকেন্দ্র তৈরি করা হয়েছে। ভোটকেন্দ্রের সংখ্যা ৭৯,৫০১ থেকে বেড়ে হল ৮০,৪৫৩।

ভোটকেন্দ্র প্রতি দেড় হাজার ভোটার ধরে পোলিং স্টেশনের সংখ্যা নির্ধারিত হয়েছে। বিভিন্ন কারণে মোট ৫৪২টি ভোটকেন্দ্র স্থানান্তরিত করা হয়েছে বলেও জানা গিয়েছে।

ডিসেম্বরের শেষ সপ্তাহেই রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। চলতি মাসেই রাজ্যে আসছেন বাংলার দায়িত্বপ্রাপ্ত ডেপুটি নির্বাচন কমিশনার নীতেশকুমার ব্যাস। লোকসভা ভোটের কথা মাথায় রেখে ১০০ শতাংশ নির্ভুল ভোটার তালিকা তৈরি করার নির্দেশ দিয়েছে কমিশন। সমস্ত জেলাশাসককে প্রাথমিক রিপোর্ট দিতে বলা হয়েছে কমিশন তরফে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen