পুলিশের সঙ্গে ‘মশকরা’! ৫৫ দিন ধরে নিজের বাড়ি থেকেই নিখোঁজের নাটক! গ্রেপ্তার বিজেপি নেতা

December 15, 2025 | 2 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:৩৫: সামান্য বিবাদে পুলিশের হাতে আটক হওয়ার অপমান সইতে পারেননি। তাই পুলিশকে ‘উচিত শিক্ষা’ দিতে অভিনব ছক কষেছিলেন উত্তরপ্রদেশের (Uttar Pradesh) হামিরপুরের প্রাক্তন বিজেপি (BJP) জেলা সভাপতি প্রীতম সিং কিসান। টানা ৫৫ দিন ধরে নিখোঁজ থাকার নাটক সাজিয়ে পুলিশ প্রশাসনকে কার্যত নাজেহাল করে দিয়েছিলেন তিনি। অবশেষে নিজের বাড়ি থেকেই ওই নেতাকে উদ্ধার করল পুলিশ। পুলিশের সঙ্গে এমন ‘মশকরা’ করার অপরাধে আপাতত শ্রীঘরে ঠাঁই হয়েছে তাঁর।

পুলিশ সূত্রে খবর, ঘটনার সূত্রপাত কয়েক মাস আগে। সামান্য একটি বিবাদকে কেন্দ্র করে বিজেপি নেতা প্রীতম সিংকে (Pritam Singh) আটক করেছিল স্থানীয় পুলিশ। সেই ঘটনায় থানায় একরাত কাটাতে হয় তাঁকে। যদিও পরে তাঁর লাইসেন্সপ্রাপ্ত রিভলবার ফিরিয়ে দিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু এলাকায় প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত প্রীতম থানায় রাত কাটানোর বিষয়টি মেনে নিতে পারেননি। নিজেকে চরম অপমানিত মনে করেন তিনি। এরপরই পুলিশকে বিপাকে ফেলতে নিখোঁজ হওয়ার পরিকল্পনা করেন।

পরিকল্পনা মাফিক গত ১৮ অক্টোবর থেকে হঠাৎই বেপাত্তা হয়ে যান প্রীতম। এদিকে নেতার খোঁজ না মেলায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয় তাঁর পরিবার। পুলিশই তাঁকে অবৈধভাবে আটকে রেখেছে বা গুম করেছে- এমন গুরুতর অভিযোগ তুলে গত ২৮ নভেম্বর প্রীতমের ভাই বীর এলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হন। প্রীতমকে খোঁজার বিষয়ে পুলিশের উদাসীনতা নিয়ে প্রশ্ন তোলে আদালত এবং পুলিশকে ভর্ৎসনাও করা হয়। অবিলম্বে ওই নেতাকে খুঁজে বের করার কড়া নির্দেশ দেয় হাইকোর্ট।

আদালতের তোপের মুখে পড়ে নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। শুরু হয় জোরদার তল্লাশি অভিযান। অবশেষে গত ১২ ডিসেম্বর লখনৌতে প্রীতমের নিজের বাড়ি থেকেই তাঁকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন তদন্তকারীরা। পুলিশি জেরার মুখে অভিযুক্ত নেতা স্বীকার করেছেন, পুলিশকে শিক্ষা দিতেই তিনি এতদিন আত্মগোপন করে ছিলেন।

মিথ্যা নাটক সাজিয়ে পুলিশ ও আদালতকে বিভ্রান্ত করার অপরাধে প্রীতমকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতে পেশ করা হলে বিচারক তাঁকে পুলিশ হেফাজতের নির্দেশ দেন। তবে বর্তমানে নিরাপত্তার কারণে ওই বিজেপি নেতাকে একটি বৃদ্ধাশ্রমে নজরবন্দি করে রাখা হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen