প্রিয়ঙ্কা-পিকে বৈঠক, জন সুরাজ পার্টি কি ইন্ডিয়া জোটে যোগ দিচ্ছে?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:৩৩: সম্প্রতি দিল্লিতে কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধীর (Priyanka Gandhi) সঙ্গে প্রশান্ত কিশোরের (Prashant Kishor) একান্ত বৈঠক হয়েছে। যদিও বৈঠকের বিষয়ে কেউ কোনও মন্তব্য করতে চাইছে না। কংগ্রেস নেতৃত্ব বৈঠকের কথা স্বীকার করেছে। ভোট কুশলী নাকি জন সুরাজ পার্টির সুপ্রিমো কোন ভূমিকায় প্রশান্ত কংগ্রেস নেত্রীর সঙ্গে দেখা করেছেন তা এখনও স্পষ্ট নয়। বৈঠক ঘিরে রাজনৈতিক মহলে নানান জল্পনা বাড়ছে।
বিহার ভোটে মুখ থুবড়ে পড়েছে প্রশান্তের দল। কংগ্রেসও বিহারের বিধানসভা ভোটে বিপর্যয়ের মুখোমুখি হয়েছে। ২৩৮ আসনে প্রার্থী দিয়ে প্রশান্তর দল মাত্র দুটিতে জমানত বজায় রাখতে পেরেছে। ৬০টি আসনে লড়াই করে কংগ্রেস জিতেছে মাত্র ছয়টিতে। গত নির্বাচনে ১৯টি আসনে জয়লাভ করেছিল হাত শিবির। এহেন ফলাফলের এক মাসের মধ্যে বৈঠক ঘিরে নানা তত্ত্ব সামনে আসছে।
ভোট কুশলীর সঙ্গে একদা গান্ধী পরিবারের সম্পর্ক ভাল। তবে বিহারে বিধানসভা নির্বাচনের প্রচারের সময় প্রশান্ত বার বার রাহুল গান্ধীকে আক্রমণ করেছেন। রাহুলের ভোটার অধিকার যাত্রা নির্বাচনে প্রভাব ফেলবে না, এমন ভবিষ্যৎবাণীও করেছিলেন প্রশান্ত। প্রশান্ত কিশোর কোনও কালেই রাহুল গান্ধীর প্রতি সদয় হননি। রাজনীতিতে তাঁর নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন।
উল্লেখ্য, ২০১৯ সালের লোকসভা ভোটে বিপর্যয়ের পর তৎকালীন কংগ্রেস সভাপতি সনিয়া গান্ধী, প্রশান্তের সঙ্গে ম্যারাথন বৈঠক করেছিলেন। তিনদিন ধরে দফায় দফায় বৈঠকে প্রেজেন্টেশন পেশ করেন প্রশান্ত। দলকে শক্তিশালী করতে সেই সময় সনিয়া গান্ধী যে কমিটি গঠন করেছিলেন, প্রশান্ত ওই কমিটির সদস্য হওয়ার প্রস্তাব দিলে আলোচনা ভেস্তে যায়। শোনা যায়, সোনিয়া থাকলেও প্রস্তাবে সায় দেননি কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। রাহুল গান্ধীরও মত ছিল না বলেও শোনা যায়।
প্রিয়ঙ্কার সঙ্গে বৈঠকের পর জল্পনা ছড়িয়েছে প্রশান্ত কি ফের ভোট কুশলীর ভূমিকায় ফিরতে চলেছেন? আগামী বছর কেরলে বিধানসভা নির্বাচন হতে চলেছে। প্রিয়ঙ্কা এখন কেরলের সাংসদ। কেরলে শক্তি বাড়াচ্ছে গেরুয়া শিবির। বিজেপিকে দক্ষিণের রাজ্যে রুখতে কৌশল ঠিক করতে প্রশান্তের সঙ্গে আলোচনা হল কি-না সেই জল্পনা চলছে। দক্ষিণের রাজ্যে কংগ্রেসের ক্ষমতায় ফেরার সম্ভাবনা প্রবল। টানা ১০ বছর বামেরা শাসন করছে কেরল। সদ্য পঞ্চায়েত ও পুরসভার ভোটে কংগ্রেস বেশ ভাল ফল করেছে কেরলে। এতেই রাজ্য জয়ের স্বপ্ন দেখছে কংগ্রেস। আর সেই কারণে প্রশান্তের সঙ্গে আলোচনা শুরু করা হল কি-না দেখার।