সপ্তাহান্তে রেলযাত্রীদের দুর্ভোগ! হাওড়া ডিভিশনে বাতিল ৩০টি লোকাল ট্রেন, দেখুন তালিকা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:৪১: সপ্তাহান্তে ফের চরম দুর্ভোগের মুখে পড়তে চলেছেন নিত্যযাত্রীরা। জরুরি মেরামতির কাজের জন্য আজ, শনিবার ও আগামিকাল, রবিবার হাওড়া ডিভিশনে একগুচ্ছ লোকাল ট্রেন (Local train) বাতিলের সিদ্ধান্ত নিল পূর্ব রেল। দুই দিন মিলিয়ে মোট ৩০টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। ফলে ছুটির দিনে যাঁদের অফিস বা জরুরি কাজ রয়েছে, তাঁরা বড়সড় সমস্যার সম্মুখীন হতে পারেন।
রেল সূত্রে খবর, শেওড়াফুলি ও দিয়াড়া স্টেশনের মাঝে একটি রেলব্রিজের জরুরি মেরামতির কাজ করা হবে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কাজের সময় ওই অংশের ওভারহেড তারে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হবে (Power block)। এর ফলেই ট্রেন চলাচল বিঘ্নিত হবে এবং একাধিক ট্রেন বাতিল করতে হয়েছে।
যাত্রীদের সুবিধার্থে পূর্ব রেলের তরফে বাতিল ট্রেনের একটি তালিকা প্রকাশ করা হয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক শনি ও রবিবারের বাতিল ট্রেনের তালিকা:
শনিবার (আজ) বাতিল ট্রেন:
আজ মূলত তারকেশ্বর-হাওড়া লাইনে প্রভাব পড়ছে। বাতিল থাকছে
তারকেশ্বর–হাওড়া (আপ ও ডাউন): ৩৭৩৫২, ৩৭৩৫৪, ৩৭৩৪৯ এবং ৩৭৩৫১।
রবিবার (আগামিকাল) বাতিল ট্রেন:
রবিবার বাতিলের সংখ্যা সবথেকে বেশি। হাওড়া ও তারকেশ্বর থেকে একাধিক ট্রেন চলবে না।
হাওড়া থেকে বাতিল: ৩৭৩৭১, ৩৭৩০৯, ৩৭৩১১, ৩৭৩১৩, ৩৭৩১৫, ৩৭৩১৭, ৩৭৩৫৩, ৩৭৩৫৫, ৩৭৩৫৯ এবং ৩৭৩০৭।
তারকেশ্বর থেকে বাতিল: ৩৭৩১২, ৩৭৩১৪, ৩৭৩১৬, ৩৭৩১৮, ৩৭৩২০, ৩৭৩২২, ৩৭৩৫৬, ৩৭৩৫৮, ৩৭৪১২ এবং ৩৭৪১৬।
অন্যান্য: গোঘাট থেকে ৩৭৩৭২, আরামবাগ থেকে ৩৭৩৬০, হরিপাল থেকে ৩৭৩০৮ এবং শেওড়াফুলি থেকে ৩৭৪১১ ও ৩৭৪১৫ নম্বর লোকাল বাতিল থাকবে।
আংশিক বাতিল ও সময় পরিবর্তন:
পুরো ট্রেন বাতিলের পাশাপাশি কিছু রদবদলও করা হয়েছে। রবিবার ৩৭৩৭৩ নম্বর ট্রেনটি আংশিক বাতিল থাকছে। এটি তারকেশ্বর থেকে সকাল ৯টা ১০ মিনিটে ছেড়ে শুধুমাত্র গোঘাট পর্যন্ত যাবে। এছাড়াও ৩৭৩২৪ নম্বর লোকালটি রবিবার তার নির্ধারিত সময় সকাল ৯টা ৩২-এর পরিবর্তে ১০ মিনিট দেরিতে ছাড়বে।