রশিদ-বিষ্ণুর জোড়া গোলে IFA শিল্ড ফাইনালে ইস্টবেঙ্গল

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:৩৭: IFA Shield-এর ফাইনালে পৌঁছে গেল ইস্টবেঙ্গল । মঙ্গলবার কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে কার্যত একতরফা লড়াইয়ে নামধারী এফসিকে (Namdhari FC-) ২–০ গোলে হারিয়ে লাল-হলুদ শিবির নিশ্চিত করল শিল্ড ফাইনালের টিকিট। দলের হয়ে গোল করেন মহম্মদ রশিদ ও পিভি বিষ্ণু। আগের ম্যাচে Sreenidi Deccan FC-এর বিরুদ্ধে জয় পাওয়ায় এই ম্যাচে একটি ড্র-ই যথেষ্ট ছিল অস্কার ব্রুজোর দলের জন্য। তবে দল স্পষ্ট বার্তা দিয়েছিল—তারা ড্র নয়, জয়ের জন্যই নামবে। আর সেটাই দেখা গেল মাঠে। শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলে প্রতিপক্ষকে কার্যত কোণঠাসা করে দেয় মিগুয়েল ও তাঁর সঙ্গীরা।ম্যাচের আগে ইস্টবেঙ্গল কোচ নামধারীকে শিল্ডের অন্যতম শক্তিশালী দল বলে উল্লেখ করেছিলেন। কিন্তু ম্যাচে পঞ্জাবের দল তেমন কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। প্রথমার্ধেই দুই গোল হজম করে কার্যত ম্যাচ থেকে ছিটকে যায় তারা। ১৯ মিনিটে দলের প্রথম গোল করেন রশিদ। সল ক্রেসপোর নিখুঁত ক্রস থেকে মিগুয়েল হেডে গোল করতে না পারলেও ফিরতি বলে জোরালো শটে গোল করেন রশিদ। ডিফেন্ডারের গায়ে লেগে বল জালে জড়িয়ে যায়।
এরপর ৪২ মিনিটে আসে দ্বিতীয় গোল। বিষ্ণু বক্সের মধ্যে বল পেয়ে আচমকা গতি বাড়িয়ে ডান পায়ের শটে গোলকিপারকে পরাস্ত করেন। নামধারীর গোলকিপার প্রথম পোস্ট ছেড়ে রেখেছিলেন, সেই সুযোগই কাজে লাগান তরুণ ফরোয়ার্ড। এই গোলেই কার্যত ম্যাচের মোড় ঘুরে যায়।
দ্বিতীয়ার্ধে ম্যাচে কিছুটা খোলা খেলা হলেও তেমন উল্লেখযোগ্য গোলের সুযোগ তৈরি হয়নি। বরং নামধারী দু’একবার গোলের কাছাকাছি পৌঁছেও শেষ মুহূর্তে ব্যর্থ হয়। ইস্টবেঙ্গল রক্ষণভাগ পুরো ম্যাচেই ছিল শক্ত অবস্থানে।
এই জয়ের ফলে শিল্ডের ফাইনালে জায়গা পাকা করল লাল-হলুদ বাহিনী। এবার সবার নজর ১৮ অক্টোবরের ফাইনালে। প্রতিপক্ষ যদি হয় মোহনবাগান সুপার জায়ান্ট তাহলে ফের জমে উঠতে পারে ডার্বির আবহ। কলকাতার ফুটবলপ্রেমীদের কাছে এই ম্যাচ নিঃসন্দেহে এক বিশেষ লড়াই হয়ে উঠতে চলেছে।
ইস্টবেঙ্গল এই মুহূর্তে দুরন্ত ফর্মে। মাঝমাঠে নিয়ন্ত্রণ, উইং দিয়ে লাগাতার আক্রমণ আর রক্ষণভাগে দৃঢ়তা সব মিলিয়ে দলের আত্মবিশ্বাস তুঙ্গে। কোচ অস্কারও জানিয়েছেন, “ফাইনালটা আমরা উপভোগ করতে চাই। কিন্তু লক্ষ্য স্পষ্ট ট্রফি।” শিল্ড ফাইনালে তাই লাল-হলুদের চোখ এখন শুধু জয়ের দিকেই।