৫-এ ৫! অপরাজেয় থেকেই সন্তোষ ট্রফির মূলপর্বে বাংলা

গতকাল রবিবার মহারাষ্ট্রের কোলাপুরে মহারাষ্ট্রকেই ২-১ গোলে হারিয়ে দিল বাংলা। বাংলার হয়ে গোল দুটি করেছেন সুরজিৎ হাঁসদা এবং দীপক রজক।

January 16, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

টানা পাঁচ ম্যাচে জয়! পাঁচে পাঁচ, যোগ্যতাঅর্জন পর্বের পাঁচটি ম্যাচই জিতে ১৫ পয়েন্ট নিয়ে মূলপর্বে উঠল বাংলা। অপরাজেয় থেকে এক নম্বর স্থান দখল করে, সন্তোষ ট্রফির মূলপর্বে গেল বিশ্বজিৎ ভট্টাচার্যের বাংলা। গতকাল রবিবার মহারাষ্ট্রের কোলাপুরে মহারাষ্ট্রকেই ২-১ গোলে হারিয়ে দিল বাংলা। বাংলার হয়ে গোল দুটি করেছেন সুরজিৎ হাঁসদা এবং দীপক রজক।

চলতি সন্তোষ ট্রফিতে হরিয়ানার বিরুদ্ধে জয় দিয়েই যাত্রা শুরু করেছিল বাংলা। তারপর একে একে দমন এবং দাদরা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং মহারাষ্ট্রকে হারায় বাংলা। ম্যাচের আট মিনিটে সুরজিৎ হাঁসদা মহারাষ্ট্রের জালে বল জড়িয়ে দেন। ম্যাচের ৩৫ মিনিটের মাথায় গোল পার্থক্য বাড়ান দীপক রজক। প্রথমার্ধের শেষে জোড়া গোলে এগিয়ে যায় বাংলা। দ্বিতীয়ার্ধে একটিই গোল করে। ফলে অপরাজেয় বাংলা নামবে সন্তোষ ট্রফির মূল পর্বের লড়াইয়ে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen