শনিবার এবং রবিবার শিয়ালদা শাখায় ২৪টি লোকাল ট্রেন বাতিল, দেখেনিন তালিকা

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, “এই সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখিত। তবে যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

August 2, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০.৪৭: সপ্তাহান্তে শিয়ালদা ডিভিশনে অত্যাবশ্যকীয় কাজ চলবে। সেই কারণে আগামী শনিবার এবং রবিবার শিয়ালদা শাখায় ২৪টি লোকাল ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, শনিবার রাত ১০ টা ৫০ মিনিট থেকে রবিবার ভোর ৫ টা ৫০ মিনিট পর্যন্ত দমদম জংশন স্টেশনের আওতাধীন ডাউন লাইনে ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজ চলবে। যাত্রীদের সুরক্ষার স্বার্থে সেই কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে পূর্ব রেলের তরফে দাবি করা হয়েছে। আবার কাজের জন্য ব্যান্ডেল স্টেশনে কাজের জন্য শনিবার ছ’টি লোকাল ট্রেন বাতিল থাকবে।

বাতিল ট্রেনের তালিকা:
২ অগস্ট, শনিবার: শিয়ালদহ–বনগাঁ: UP 33861 / DN 33858, শিয়ালদহ-নৈহাটি: UP 31447 / DN 31450
৩ অগস্ট, রবিবার: শিয়ালদহ–কল্যাণী সীমান্ত: UP 31313 / DN 31316, শিয়ালদহ–নৈহাটি: UP 31411 / DN 31414, শিয়ালদহ–হাবড়া: UP 33651 / DN 33652, শিয়ালদহ–ডানকুনি: UP 32211, 32213, 32215, 32217 / DN 32212, 32214, 32216, 32218, শিয়ালদহ–বারাসত: UP 33431 / DN 33432, শিয়ালদহ–রানাঘাট: UP 31611 / DN 31612 এবং শিয়ালদহ–বনগাঁ: UP 33817 / DN 33826

একইভাবে কিছু ট্রেনের রুট পরিবর্তিত করা হয়েছে।
৩ অগস্ট, রবিবার: DN 33812 বনগাঁ–শিয়ালদহ লোকাল শেষ হবে দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে (Short Terminated)। একইভাবে UP 33813 শিয়ালদহ–বনগাঁ লোকাল ছাড়বে দমদম ক্যান্টনমেন্ট থেকে, সকাল ৪:৪৫-এ ছাড়বে।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, “এই সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখিত। তবে যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যত দ্রুত সম্ভব স্বাভাবিক পরিষেবা চালু করা হবে।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen