সিংহবাহিনী দেবীকে কালী রূপে পুজো করতেন চিৎপুরের চিতে ডাকাত?

দেবীর নাম অনুসারেই জায়গাটির নাম পরে নাকি পরে হয় চিৎপুর।

October 30, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: চিত্তেশ্বর থেকেই হয়েছিলেন মা চিত্তেশ্বরী। কারণ, ডাকাতি করতে যাওয়ার আগে ষোড়শোপচারে তাঁর আরাধনা করতেন চিতু ডাকাত বা চিত্তেশ্বর রায়।দেবীর নাম অনুসারেই জায়গাটির নাম পরে নাকি পরে হয় চিৎপুর।

প্রায় পাঁচশো বছর আগে এই দেবীর প্রতিষ্ঠা হয়েছিল। বলা হয়, গঙ্গায় ভেসে আসা নিম কাঠ দিয়ে এই সিংহবাহিনী দেবী মূর্তি নির্মিত। দেবীর বিগ্রহের সঙ্গে রয়েছে একটি বাঘের মূর্তি যা সুন্দরবনের দক্ষিণ রায়ের প্রতিভূ। দেবীর গায়ের রং হরিদ্রাভ।

বলা হয়, সেই সময়, জঙ্গলাকীর্ণ কলকাতা, কাশীপুর, দক্ষিণ চব্বিশ পরগনায় বাঘের উপদ্রব ঠেকাতে দক্ষিণ রায়কে সন্তুষ্ট করতে ডাকাতরা চিত্তেশ্বরীর সঙ্গে বাঘকেও পুজো করতেন। মন্দিরে নাকি নিয়মিত নরবলি হত। রেভারেন্ড লঙ সাহেব তাঁর কলকাতা বর্ণনায় লিখেছেন চিতু ডাকাতের চিত্তেশ্বরীর কাছে সর্বাধিক নরবলি দেওয়া হত। আজও কালী পুজোর সঙ্গে সঙ্গে দুর্গাপুজোর সময় দেবীর পূজা হয়। তবে,এই দুর্গার সঙ্গে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশরা থাকেন না।

তথ্যসূত্র: শুভদীপ বন্দ্যোপাধ্যায়

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen