SIR আতঙ্কে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা, আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন মা ও মেয়ে
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪.২০: SIR শুরু হতেই আম বাঙালির মনে গ্রাস করেছে আতঙ্ক। শুরু হয়েছে মৃত্যু মিছিল। ইতিমধ্যেই ১৮ জন সহনাগরিকের মৃত্যু হয়েছে SIR আতঙ্কে। কেউ হৃদরোগে আক্রান্ত হয়েছেন, আবার কেউ কেউ আত্মঘাতী হয়েছে। এবার SIR আতঙ্কে মর্মান্তিক ঘটনা ঘটল হুগলির ধনেখালিতে (Dhaniakhali)। আতঙ্কে সন্তানকে নিয়ে বিষ খেলেন সোমসপুরের এক মহিলা। এখন আশঙ্কাজনক অবস্থায় দুজনেই SSKM হাসপাতালে (SSKM Hospital) চিকিৎসাধীন।
ধনেখালির বাসিন্দা আশা সোরেনের সঙ্গে বিয়ে হয়েছিল পূর্ব বানপুরের বাসিন্দা সন্তু সোরেনের। ছয় বছরের একটি কন্যা সন্তান রয়েছে আশাদেবীর। স্বামী ও শ্বশুরবাড়ির সঙ্গে অশান্তির জেরে বছর পাঁচেক আগে শ্বশুর বাড়ি ছাড়েন আশা। SIR শুরু হওয়ার পরে তিনি জানতে পারেন তাঁকে ইনিউমারেশন ফর্ম সংগ্রহ করতে শ্বশুরবাড়িতে যেতে হবে। এরপর থেকে হতাশায় ভুগতে থাকেন তিনি।
হতাশা ও উদ্বেগে আশা সোরেন নিজে বিষ খান। সেই সঙ্গে নিজের ছয় বছরের সন্তানকেও বিষ খাওয়ান। তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে এসএসকেএম হাসপাতালে রেফার করা হয়। SIR আতঙ্কে মৃতদের পরিবারের পাশে দাঁড়াতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দলের সাংসদ, বিধায়ক, মন্ত্রী ও নেতৃত্বদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটি আশা সোরেনের পরিবারেরও পাশে রয়েছে বলে জানা যাচ্ছে।