বাংলায় কথা বলা অপরাধ! BJP শাসিত হরিয়ানায় হেনস্থার শিকার বাংলার পরিযায়ী শ্রমিক
দুই ভাইয়ের উপার্জনের টাকায় সংসার চলত তসলিমা বিবির। ছেলেদের না পেয়ে ভেঙে পড়েছেন তিনি।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:০৩: ভিনরাজ্যে ফের বিপাকে বাংলার শ্রমিকরা। অভিযোগ, বাংলায় কথা বলার কারণেই উত্তর ২৪ পরগনার বসিরহাটের দুই ভাই রুবিকুল আলি ও জাফর আলিকে আটকে দিয়েছে হরিয়ানা পুলিশ। দু’মাস আগে ক্যাটারিংয়ের কাজে হরিয়ানায় গিয়েছিলেন তারা। সেখানেই থাকতেনও। কিন্তু এক সপ্তাহ আগে হঠাৎ করেই পুলিশ তাঁদের তুলে নিয়ে যায়।
পরিবারের দাবি, ভাষার কারণে তাঁদের বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হয়েছে। আধার ও ভোটার কার্ড দেখানো সত্ত্বেও কাজ হয়নি। বৃদ্ধা মা তসলিমা বিবি জানান, আটক হওয়ার পর ছেলেদের সঙ্গে একবার ফোনে কথা হলেও তারপর থেকে তাঁদের খোঁজ মেলেনি।
দুই ভাইয়ের উপার্জনের টাকায় সংসার চলত তসলিমা বিবির। ছেলেদের না পেয়ে ভেঙে পড়েছেন তিনি। তাঁর আবেদন, অবিলম্বে তাঁদের মুক্তি দেওয়া হোক। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগে দিন কাটাচ্ছেন স্থানীয়রাও। প্রতিবেশীরা চান, প্রশাসন হস্তক্ষেপ করে দ্রুত দুই পরিযায়ী শ্রমিককে ফিরিয়ে আনুক।