মোহনবাগানের সচিব পদে মনোনয়ন জমা দিলেন সৃঞ্জয়, সভাপতি হচ্ছেন দেবাশিস?

সোমবার বিকেলে নির্বাচনের জন্য সৃঞ্জয় বোস মনোনয়ন পেশ করলেও দেবাশিস দত্ত করেননি। ফলে সৃঞ্জয় বোসের সচিব হওয়া কার্যত নিশ্চিত।

June 9, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:৪৬: সম্প্রতি মোহনবাগান নির্বাচন ঘিরে সৃঞ্জয় বোস ও দেবাশিস দত্ত আলাদা করে প্রচার চালাচ্ছিলেন। তবে সোমবার বিকেলে নির্বাচনের জন্য সৃঞ্জয় বোস মনোনয়ন পেশ করলেও দেবাশিস দত্ত করেননি। ফলে সৃঞ্জয় বোসের সচিব হওয়া কার্যত নিশ্চিত। সেক্ষেত্রে সভাপতি হতে পারেন দেবাশিস দত্ত। তবে এদিন দুজনেই সেই স্পষ্ট করে জানাননি। বরং এখনও যে নির্বাচনী প্রক্রিয়া শেষ হয়নি, সেটা মনে করিয়ে দেন দুজনেই।

সৃঞ্জয় বোস বলেন, “আমরা নির্বাচন প্রক্রিয়ায় গিয়েছিলাম। সব জায়গায় গণতন্ত্র থাকা ভালো। আমরা প্রচুর সমর্থকদের সঙ্গে কথা বলেছি। তাঁদের সমস্যা-অভিযোগ জেনে সমাধানের আশ্বাস দিয়েছি। গণতন্ত্র না থাকলে সমর্থকদের সঙ্গে সেই যোগাযোগটাই থাকে না।”

কথাটা ঠিকই। নির্বাচন উপলক্ষে বাংলার বিভিন্ন প্রান্তে সভা করেন সৃঞ্জয় বোস। একই ভাবে প্রচার করেন দেবাশিস দত্তও। এদিন যৌথ সাংবাদিক সম্মেলনে সৃঞ্জয় বোস বলেন, “সমর্থকদের সঙ্গে জনসংযোগই আসল কথা। দু’পক্ষই সদস্য-সমর্থকদের কাছে গিয়েছি। তাঁদের কথা শুনেছি। আমরা মোহনবাগানের সেরা একাদশ হয়ে সমর্থকদের চাহিদা পূরণ করব। এই দুটো কমিটি আগেও একসঙ্গে কাজ করেছে। এটা আমাদের কাছেও চ্যালেঞ্জ। আমাদের লক্ষ্য মোহনবাগান ক্লাবের ভালো। সেই জন্য আমরা একত্রিত হয়েছি। আমাদের নতুন যে কমিটি হবে, তা শ্রেষ্ঠ মোহনবাগান একাদশ হবে।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen