হঠাৎই অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু

প্রসঙ্গত, ২০২০ সালে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন সুজিত বসু। চলতি বছর আবারও করোনা সংক্রমণজনিত মৃদু উপসর্গ নিয়ে আইসোলেশনে গৃহবন্দি ছিলেন দমকলমন্ত্রী সুজিত বসু।  

July 10, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

শনিবার ৯ জুলাই রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু হঠাৎই অসুস্থ হয়ে পড়েন। রাতেই মন্ত্রীকে বাইপাস সংলগ্ন এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন বিধাননগরের বিধায়ক। সূত্রের খবর, আজ ১০ জুলাই হাসপাতাল ছাড়া পেতে পারেন মন্ত্রী।

শনিবার ৯ জুলাই সন্ধে থেকে হঠাৎ করেই অসুস্থ বোধ করতে শুরু করেন সুজিত বসু। মন্ত্রীর পেটের সমস্যা দেখা দিয়েছে বলেও জানা গিয়েছে। রাত হতেই সমস্যা বাড়ায়, পরিবারের তরফে তাঁকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়। রাত প্রায় তিনটে নাগাদ হাসপাতালে ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গেই মন্ত্রীর চিকিৎসা শুরু হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েই, আপাতত সুস্থই রয়েছেন মন্ত্রী। আগামী কিছুদিন মন্ত্রীকে চিকিৎসকদের পরামর্শেই থাকতে হবে।

প্রসঙ্গত, ২০২০ সালে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন সুজিত বসু। চলতি বছর আবারও করোনা সংক্রমণজনিত মৃদু উপসর্গ নিয়ে আইসোলেশনে গৃহবন্দি ছিলেন দমকলমন্ত্রী সুজিত বসু।  

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen