কোভিড ক্ষতিপূরণ নিয়ে মোদীর রাজ্যকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

অতিরিক্ত মুখ্যসচিব মনোজ আগরওয়ালকে প্রশ্ন করেন বিচারপতিরা।

November 23, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

কোভিড ক্ষতিপূরণ ইস্যুতে গুজরাত সরকারকে তুলোধোনা করল সুপ্রিম কোর্ট।

সম্প্রতি কোভিডে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেয় শীর্ষ আদালত। কিন্তু গুজরাত সরকার কারা ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য, তা নিশ্চিত করতে একটি স্ক্রুটিনি কমিটি গঠন করে। এতেই ক্ষুব্ধ সুপ্রিম কোর্টের বেঞ্চ।

বিচারপতি এম আর শাহ ও বিচারপতি নাগারত্নের বেঞ্চ সোমবার প্রথমে প্রতিটি রাজ্য কতটা ক্ষতিপূরণ দিয়েছে, তার তথ্য জোগার করতে কেন্দ্রকে নির্দেশ দেয়। একই সঙ্গে গুজরাত সরকারের স্ক্রুটিনি কমিটি গঠন নিয়েও প্রশ্ন তোলেন বিচারপতিরা।

অতিরিক্ত মুখ্যসচিব মনোজ আগরওয়ালকে প্রশ্ন করেন বিচারপতিরা। জিজ্ঞাসা করা হয়, এই বিজ্ঞপ্তি জারি কার মস্তিষ্কপ্রসূত? আগরওয়াল মুখ্যমন্ত্রীর নাম উল্লেখ করেন। তখন বিচারপতিরা বলেন, আপনার মুখ্যমন্ত্রী হয়তো অনেক কিছু জানেন না।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen