সুশান্তের মৃত্যুবার্ষিকীতে আবেগঘন পোস্ট তাঁর দিদি শ্বেতার, কী লিখলেন তিনি?

শ্বেতা নিজের দীর্ঘ ইনস্টাগ্রাম পোস্টে, আসন্ন মামলার আপডেট দিয়েছেন। যেখানে তিনি উল্লেখ করেছেন, “সিবিআই আদালতে একটি প্রতিবেদন জমা দিয়েছে।”

June 14, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি, ১৪:০০: বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আজ পঞ্চম মৃত্যুবার্ষিকী। আজকের দিনে আবেগঘন পোস্ট করেছেন তাঁর দিদি শ্বেতা সিং কীর্তি, তবে তিনি তার ভাইয়ের আত্মহত্যা মামলার তদন্তে হাল না ছাড়ার বিষয়েও সোচ্চার।

কোভিডকালে ২০২০ সালের ১৪ জুন মুম্বাইয়ের বান্দ্রার ফ্ল্যাট থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছিল অভিনেতাকে। মামলা চলছে, কিন্তু এখনও তাঁর মৃত্যু এক বড় রহস্যই থেকে গিয়েছে। সিবিআই এই কেসের তদন্ত করছে।

শ্বেতা নিজের দীর্ঘ ইনস্টাগ্রাম পোস্টে, আসন্ন মামলার আপডেট দিয়েছেন। যেখানে তিনি উল্লেখ করেছেন, “সিবিআই আদালতে একটি প্রতিবেদন জমা দিয়েছে।”

শ্বেতা লিখেছেন, ‘আজ ভাইয়ের পঞ্চম মৃত্যুবার্ষিকী, ১৪ জুন ২০২০ সালে তাঁর মৃত্যুর পর অনেক কিছু ঘটে গেছে। এখন সিবিআই আদালতে একটি প্রতিবেদন জমা দিয়েছে এবং আমরা এটি প্রত্যাহারের প্রক্রিয়া চালাচ্ছি। কিন্তু আজ আমি যা বলতে চাই তা হলো, যাই ঘটুক না কেন, হাল ছেড়ে দেবেন না এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস হারাবেন না। সবসময় মনে রাখবেন আমাদের সুশান্ত কীসের জন্য দাঁড়িয়েছিল। পবিত্রতা, জীবন এবং শিক্ষার জন্য উৎসাহ, ভালবাসায় পূর্ণ একটি হৃদয় যা সবাইকে সমান মনে করত। তার হাসি এবং তার চোখে সেই সরলতা ছিল যা যে কারও হৃদয়ে ভালবাসা জাগিয়ে তুলতে পারে। এমনই ছিলেন আমাদের সুশান্ত।’

ভালোবাসা এবং পজিটিভিটি ছড়ানোর বার্তা দিয়ে অভিনেতার ভক্তদের কাছে তাঁর বোনের আবেদন, কোনোভাবেই যেন তাঁর ভাইয়ের নামে কোনো নেগেটিভিটি ছড়ানো না হয়।

শ্বেতার কথায়, ‘ভাই কোথাও যায়নি, বিশ্বাস করুন… তিনি আছেন আপনার মধ্যে, আমার মধ্যে, আমাদের সবার মধ্যে। বপন করে এবং ভবিষ্যৎ প্রজন্মের মনকে প্রভাবিত করে।’

উল্লেখ্য, সিবিআই একটি ক্লোজার রিপোর্ট জমা করেছে এবং আইনি প্রক্রিয়া চলছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen