Sydney Bondi Beach Attack: একা বন্দুকবাজকে কাবু করে হিরো ফলবিক্রেতা আহমেদ
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:৫৫: রবিবার সিডনির বিখ্যাত বন্ডি সমুদ্র সৈকতে (Sydney Bondi Beach) ইহুদিদের হানুকা উৎসব চলাকালীন বন্দুকবাজের হামলায় মানুষের প্রাণ বাঁচিয়ে হিরো হলেন ফলবিক্রেতা আহমেদ আল আহমেদ। রবিবারই ছিল উৎসবের প্রথম দিন। জড়ো হয়েছিলেন প্রচুর মানুষ। আচমকা দু’জন আততায়ীর নির্বিচার গুলি চালাতে আরম্ভ করে। মৃত্যু হয় ১৫ জনের। সিডনির পুলিশ জানিয়েছে, আততায়ীরা সম্পর্কে বাবা ও ছেলে। পুলিশের গুলিতে বাবার মৃত্যু হয়েছে। অভিযুক্ত ছেলে হাসপাতালে চিকিৎসাধীন। উভয়েই পাকিস্তানি বংশোদ্ভূত বলে জানা গিয়েছে। বন্ডি সমুদ্রসৈকতে বন্দুকধারী এক আততায়ীকে একা হাতে সামলেছিলেন আহমেদ।
খালি হাতেই কেল্লাফতে করেন আহমেদ আল আহমেদ। দীর্ঘ দিন ধরে বন্ডিতে ফল বিক্রি করছেন তিনি। রবিবার আততায়ীদের নির্বিচারে গুলি চালাতে দেখে একাই এগিয়ে যান। তিনি নিজেও গুলি খেয়েছেন। আপাতত হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর প্রশংসায় পঞ্চমুখ গোটা অস্ট্রেলিয়া। খোদ দেশের প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিস তাঁকে কুর্নিশ জানিয়েছেন। নিউ সাউথ ওয়েলস প্রদেশের প্রধান বলেছেন, আহমেদ সত্যিকারের হিরো। ওঁর সাহসিকতার জন্য বহু মানুষ প্রাণে বেঁচে গেলেন।
ঘটনার ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ৫৭ সেকেন্ডের ভিডিওতে দেখা গিয়েছে, গাছের আড়ালে দাঁড়িয়ে বন্দুক দিয়ে গুলি চালাচ্ছেন আততায়ী। তাঁর পরনে কালো পোশাক। ওই গাছের পিছন দিকে সারে সারে গাড়ি দাঁড় করানো ছিল। গাড়ির পিছন থেকে খালি হাতে বন্দুকবাজের দিকে এগিয়ে যান আহমেদ। বন্দুকবাজ তাঁকে দেখতে পাননি। পিছন থেকে জাপটে ধরে বন্দুকটি কেড়ে নেন আহমেদ। বেশ কিছুক্ষণ বন্দুকবাজের সঙ্গে তাঁর ধস্তাধস্তি চলে। পরে আততায়ী পালিয়ে যায়। আততায়ীর দিকে বন্দুক তাক করে রেখেছিলেন আহমেদ। তবে গুলি চালাননি। তারপর দ্বিতীয় বন্দুকবাজকে দেখা যায়। উঁচু জায়গা থেকে গুলি চালাচ্ছিলেন তিনি। তাঁর গুলিতে জখম হন আহমেদ। অন্যের প্রাণ বাঁচাতে আহমেদের ঝাঁপিয়ে পড়াকে কুর্নিশ জানাচ্ছে গোটা অস্ট্রেলিয়া।