LIVE Lionel Messi : মাত্র ২২ মিনিটে মাঠ ছাড়লেন মেসি, ক্ষুব্ধ দর্শকরা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৯:৪৫: প্রতীক্ষার অবসান! শুক্রবার রাত আড়াইটে নাগাদ কলকাতায় পা রাখলেন ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি। ভোর রাতেও মেসিকে স্বাগত জানাতে দমদম বিমানবন্দরে হাজির ছিলেন অসংখ্য ফুটবলপ্রেমী।
১২:০৩ মাত্র ২২ মিনিটে মাঠ ছাড়লেন মেসি। মেসিকে না দেখতে পেয়ে সমর্থকরা রেগে আগুন। মাঠে উড়ে এলো জলের বোতল। বাইরে গেট ভাঙ্গার চেষ্টা দর্শকদের
বেলা ১১:৫০ গোটা যুবভারতী প্রদক্ষিণ করছেন ফুটবলের রাজপুত্র। মাঠের দর্শকদের অভিবাদন গ্রহণ করছেন হাসিমুখে। হাত নাড়ছেন যুবভারতীর দিকে।
১১:৩০ মেসিকে দেখতে যুবভারতী কাণায় কাণায় ভর্তি। সাড়ে এগারোটা নাগাদ আর্জেন্টিনীয় মহাতারকা পৌঁছলেন যুবভারতীতে। লুইস সুয়ারেজ এবং রডরিগো ডি’পলকে সঙ্গে নিয়ে হাসিমুখে যুবভারতীতে ঢুকলেন মেসি, হাত নাড়লেন যুবভারতীর দর্শকদের দিকে।
সকাল ১০:১৫ হোটেল থেকেই ভারচুয়ালি নিজের ৭০ ফুটের মূর্তি উদ্বোধন করলেন মেসি। সঙ্গে ছিলেন লুইস সুয়ারেজও। দমকলমন্ত্রী সুজিত বসুর পাশে দাঁড়িয়ে মূর্তি উন্মোচনের পর ভক্তদের সঙ্গে সাক্ষাৎ করেন আর্জেন্টাইন মহাতারকা। শাহরুখ খানের পুত্র অ্যাব্রামও ছিল ভক্তদের মধ্যে।

সকাল ১০:০০ যুবভারতীতে শুরু হয়ে গেল গোট কনসার্ট। সংগীত পরিবেশন করছেন বিখ্যাত গায়ক অনীক ধর। মেসির প্রবেশের আগেই উৎসবে মাতোয়ারা যুবভারতী।
সকাল ৯:৩০ মেসির আগমনের অন্তত তিনঘণ্টা আগে কানায় কানায় ভর্তি যুবভারতী ক্রীড়াঙ্গন। কারও পিঠে মেসির মুখ আঁকা ট্যাটু, কারও হাতে আর্জেন্টিনার পতাকা। ডিসেম্বরের সকালের শীতকে উপেক্ষা করেই মেসিকে দেখতে হাজির আমজনতা।
প্রায় ১৪ বছর পর ভারতে মেসির আগমন। বিমানবন্দর থেকে মেসি বেরোনো মাত্রই সমর্থকদের উপচে পড়া ভিড় দেখা গেল। সমর্থকদের চিৎকার ও জয়ধ্বনিতে গমগম করছিল বিমানবন্দর চত্বর। মেসিকে স্বাগত জানাতে আগে থেকেই বহু সমর্থক বিমানবন্দরের সামনে জড়ো হয়েছিলেন। ভারত ও আর্জেন্টিনার পতাকা নিয়ে উচ্ছ্বাসে মাতেন তাঁরা। তোলা হচ্ছিল নিজস্বী এবং ভিডিয়োও। জানা গিয়েছে, মেসি ছাড়াও কলকাতায় এসেছেন ইন্টার মায়ামির সতীর্থ, প্রিয় বন্ধু তথা উরুগুয়ের ফুটবলার লুইস সুয়ারেস ও আর্জেন্টিনার ফুটবলার রদ্রিগো ডি’পল। ছিলেন শাহরুখ খানও। যদিও শাহরুখ ও মেসি আলাদা বিমানে কলকাতায় এসেছেন। শাহরুখ তাঁর ব্যক্তিগত জেটে আসেন। কড়া নিরাপত্তার মধ্যে তাঁদের বিমানবন্দর থেকে বার করে আনেন নিরাপত্তাকর্মীরা।
মেসি ছাড়াও কলকাতায় এসেছেন ইন্টার মায়ামির সতীর্থ, তাঁর প্রিয় বন্ধু তথা উরুগুয়ের ফুটবলার লুইস সুয়ারেজ ও আর্জেন্টিনার ফুটবলার রদ্রিগো ডে’পল। আজ শনিবার সকালে মেসি যুবভারতী ক্রীড়াঙ্গনে হাজির হবেন। সেখানে তাঁকে খুদেদের সঙ্গে পায়ে বল মারতেও দেখা যাবে। অংশ নেবেন গোট কনসার্টে। তারও আগে অবশ্য নিজেরই একটি পূর্ণাঙ্গ মূর্তি ভারচুয়ালি উদ্বোধন করবেন লিও। ভিআইপি রোডে বসেছে ৭০ ফুট উঁচু ওই মূর্তিটি। আর কোথাও কোনও ফুটবলারের এত উঁচু মূর্তি বসেনি।
আজ দুপুর দু’টোর পর লিও কলকাতা ছেড়ে হায়দরাবাদের উদ্দেশে রওনা দেবেন। কলকাতায় মেসির সফর এবার অতি সংক্ষিপ্ত হলেও মেসি ভারতে থাকবেন তিনদিন। হায়দরাবাদ থেকে তিনি রবিবার মুম্বই যাবেন এবং সোমবার যাবেন দিল্লি।
এদিকে বিপুল ভিড় সামাল দিতে আগাম প্রস্তুতিও শুরু করেছে কলকাতা পুলিশ। মেসি-সংক্রান্ত অনুষ্ঠানের দিন যুবভারতী ও তার আশপাশের এলাকায় বিশেষ ট্রাফিক বিধিনিষেধ জারি করা হয়েছে। লালবাজার সূত্রে জানানো হয়েছে, অনুষ্ঠান চলাকালীন এবং তার আগে-পরে নির্দিষ্ট কিছু রাস্তায় যান চলাচল পুরোপুরি বা আংশিকভাবে নিয়ন্ত্রিত থাকবে। বিশেষ করে ময়দান সংলগ্ন রাস্তা, জেবি স্টেডিয়াম রোড, ডি.এফ. ব্লক সংলগ্ন অংশ, মেট্রো চ্যানেল রোড-সহ একাধিক গুরুত্বপূর্ণ পথেই কড়া নজরদারি থাকবে। সাধারণ যানবাহনের পাশাপাশি পণ্যবাহী গাড়ির চলাচলেও সময়ভিত্তিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
কলকাতা পুলিশ জানিয়েছে, দর্শকদের অনুরোধ করা হচ্ছে যতটা সম্ভব গণপরিবহণ ব্যবহার করতে। ব্যক্তিগত গাড়ি নিয়ে যুবভারতীর দিকে গেলে নির্ধারিত পার্কিংয়ের বাইরে গাড়ি রাখা যাবে না। বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও স্পষ্ট করেছে পুলিশ।