ইস্টবেঙ্গলে জাপানি ফরোয়ার্ড, রাহুল ভেকেকে ঘরে ফেরানোর চেষ্টা

September 18, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:১২: ইন্ডিয়ান সুপার লিগে (আইএসএল) নতুন মরসুমের আগে ট্রান্সফার মার্কেটে বড়সড় চমক দিল ইস্টবেঙ্গল। জাপানের অভিজ্ঞ ফরোয়ার্ড হিরোশি ইবুসুকিকে ফ্রি ট্রান্সফারে দলে নিল লাল-হলুদ ব্রিগেড। বুধবার ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করা হয়েছে। ইবুসুকি ২০২৫-২৬ মরসুম পর্যন্ত ইস্টবেঙ্গলে খেলবেন। তিনি গ্রিসের দিমিত্রিয়োস দিয়ামান্তাকোসের জায়গা নেবেন, যিনি চলতি মাসের শুরুতে ক্লাবের সঙ্গে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে চুক্তি বাতিল করেছিলেন।

৩৪ বছর বয়সি এই জাপানি স্ট্রাইকারের শেষ ক্লাব ছিল অস্ট্রেলিয়ার এ-লিগ মেনসের দল ওয়েস্টার্ন ইউনাইটেড। তবে সেই ক্লাবটি গত মরসুম শেষে ভেঙে যাওয়ায় কোচ জন অ্যালোইসি সহ সব ফুটবলার ফ্রী হয়ে যান। ইস্টবেঙ্গলে যোগ দিয়ে ইবুসুকি বলেন, “এই ক্লাবের ইতিহাস এবং অগণিত সমর্থক রয়েছে। এত জনপ্রিয় ক্লাবের জার্সি গায়ে চাপানো আমার কাছে গর্বের। আমি চাই দলকে ট্রফি জিততে সাহায্য করতে। আগের অনেক জাপানি ফুটবলার এই ক্লাবে সাফল্য পেয়েছেন, এবার আমি সেই ধারাবাহিকতা বজায় রাখতে চাই।”*

ইবুসুকি কাশিওয়া রেইসলের যুব অ্যাকাডেমি থেকে উঠে আসেন। এরপর ২০০৯ সালে স্পেনের জিরোনা এফসিতে যোগ দিয়ে ইউরোপীয় ফুটবলে যাত্রা শুরু করেন। পরে সেভিয়া এফসিতে খেলেছেন। দেশে ফিরে তিনি আলবিরেক্স নিগাতা, জেফ ইউনাইটেড চিবা, শোনান বেলমারে এবং শিমিজু এস-পালসের জার্সি গায়ে খেলেছেন। ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোন বলেন, “হিরোশি একজন অভিজ্ঞ এবং ক্লাসিক সেন্টার ফরোয়ার্ড। তাঁর শারীরিক শক্তি, হেডে গোল করার ক্ষমতা, নিখুঁত ফিনিশিং এবং আক্রমণ সাজানোর দক্ষতা দলকে অনেক সাহায্য করবে।”

এদিকে, রাইট ব্যাক পজিশন শক্ত করতে ভারতীয় তারকা রাহুল ভেকেকে ফেরানোর চেষ্টা চালাচ্ছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। গত কয়েক বছর ধরে এই জায়গাটিতে সমস্যা ছিল লাল-হলুদের। তাই শুরু থেকেই তিনজন ভারতীয় খেলোয়াড়কে নজরে রেখেছে ক্লাব—রাহুল ভেকে, নিখিল পূজারী এবং ভালপুইয়া। রাহুল ভেকে শুধু রাইট ব্যাক নয়, সেন্টার ব্যাক হিসেবেও সমান দক্ষ। ইস্টবেঙ্গলের হয়ে খেলার অভিজ্ঞতাও রয়েছে তাঁর। তাই সমর্থকরা তাকিয়ে আছেন, প্রাক্তন এই তারকা আবার ঘরে ফেরেন কি না।

হিরোশি ইবুসুকির চুক্তির পর যদি রাহুল ভেকের মতো অভিজ্ঞ ডিফেন্ডারও দলে যোগ দেন, তবে নতুন মরসুমে ইস্টবেঙ্গলের লাইনআপ হবে আরও শক্তিশালী।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen