খসড়া তালিকা প্রকাশের পরই শুরু নতুন ভোটারের নাম তোলার কাজ, প্রস্তুত কমিশন

December 14, 2025 | 2 min read
Published by: Proteem Basak

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ৯.২০: ইনিউমারেশন পর্ব শেষ। এবার জোরকদমে চলছে খসড়া ভোটার তালিকা প্রকাশের প্রস্তুতি। নির্বাচন কমিশন (Election Commission) সূত্রে খবর, আগামী ১৬ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। আর এই তালিকা প্রকাশের পরই শুরু হবে নতুন ভোটারদের নাম তোলার প্রক্রিয়া।

কমিশন সূত্রে জানা গিয়েছে, এসআইআর (SIR)-এর বিজ্ঞপ্তি জারির সঙ্গে সঙ্গেই ভোটার তালিকা ‘ফ্রিজ’ বা স্থগিত করে দেওয়া হয়েছিল। প্রথমে কমিশনের পরিকল্পনা ছিল যে এসআইআর চলাকালীনই নাম তোলার আবেদন গ্রহণ ও নিষ্পত্তি করা হবে এবং খসড়া তালিকাতেই সেই নামগুলি থাকবে। কিন্তু পরবর্তীতে সেই সিদ্ধান্ত বদল করে কমিশন। ফলে, ইতিমধ্যেই ভোটার তালিকায় নাম তোলার জন্য যে ৬ নম্বর ফর্মগুলি জমা পড়েছিল, সেগুলির প্রক্রিয়াকরণ সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

তথ্য অনুযায়ী, রাজ্যে ভোটার তালিকায় নাম তোলার জন্য এখনও পর্যন্ত মোট ৩ লক্ষ ২২ হাজার ২১২টি ফর্ম জমা পড়েছে। ১৬ ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশের পরই এই জমে থাকা ফর্মগুলি যাচাইয়ের কাজ শুরু হবে। পাশাপাশি, ওই দিন থেকেই নতুন করে নাম তোলার জন্য ৬ নম্বর ফর্ম পূরণ করে আবেদন করা যাবে। অফলাইন এবং অনলাইন- উভয় পদ্ধতিতেই নতুন ভোটাররা আবেদন জানাতে পারবেন।

নতুন আবেদনকারীরা বিডিও (BDO) অফিস, এসডিও (SDO) অফিস এবং জেলাশাসকের কার্যালয়ে পূরণ করা ফর্ম জমা দিতে পারবেন। তবে বুথ লেভেল অফিসার বা বিএলও (BLO)-র মাধ্যমে ফর্ম জমা দেওয়া যাবে কি না, সে বিষয়ে কমিশন এখনও স্পষ্ট নির্দেশিকা দেয়নি। আগামী ফেব্রুয়ারি মাসে যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে, তাতে এই নতুন আবেদনকারীদের নাম যুক্ত থাকবে।

পরিসংখ্যান অনুযায়ী, নাম তোলার আবেদনের নিরিখে রাজ্যে শীর্ষে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলা। সেখানে এখনও পর্যন্ত ৪৭,৮১০টি ফর্ম জমা পড়েছে। এরপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা (৪৪,৩১৫টি)। এছাড়াও সীমান্তবর্তী জেলা হিসেবে মালদহ, মুর্শিদাবাদ এবং নদীয়া জেলা থেকেও প্রচুর সংখ্যক আবেদন জমা পড়েছে।

অন্যদিকে, বিধানসভা নির্বাচনের প্রস্তুতিও শুরু করে দিয়েছে কমিশন। শনিবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) রাজ্য ও কেন্দ্রের ২২টি এজেন্সির সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন। নির্বাচনের আগে

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen