কালীপুজোর দিনই কলকাতায় ফিরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, মিলল দৃষ্টিভঙ্গির কথা
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাতে সোমবার সকালেই দমদম বিমানবন্দরে অসংখ্য তৃণমূল কর্মী-সমর্থক ভিড় জমিয়েছিলেন
October 24, 2022
|
< 1 min read
Published by: Drishti Bhongi

কলকাতায় ফিরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২২ অক্টোবর দৃষ্টিভঙ্গি জানিয়েছিল অভিষেকের চোখের অস্ত্রোপচার সফল হয়েছে, তিনি কালীপুজোর আগেই কলকাতায় ফিরবেন। সত্যি হল সেই সম্ভাবনা। চোখের অস্ত্রোপচারের পর আজ কালীপুজোর (Kali Pujo) দিন সকালেই মার্কিন মুলুক থেকে ফিরলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাতে সোমবার সকালেই দমদম বিমানবন্দরে অসংখ্য তৃণমূল কর্মী-সমর্থক ভিড় জমিয়েছিলেন। এদিন সাংবাদিকদের সঙ্গে কোনও কথা বলেননি অভিষেক। তবে দলীয় কর্মীদের সঙ্গে করজোড়ে কুশল বিনিময় করেন তিনি।