‘মুখোমুখি মহুয়া’, অভিনব জনসংযোগ কর্মসূচি কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থীর

বিপুল সংখ্যায় মানুষ কর্মসূচিতে যোগদান করছে। মনে করা হচ্ছে, কৃষ্ণনগরে তৃণমূল লিড পেতে পারে।

April 4, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
অভিনব জনসংযোগ কর্মসূচি কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থীর

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ‘মুখোমুখি মহুয়া’, এক অভিনব কর্মসূচি নিয়েছেন কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। প্রতিদিন বিকেলে কৃষ্ণনগর (Krishnanagar) শহরের দু’টি ওয়ার্ডে এই বিশেষ কর্মসূচি চলছে। ইতিমধ্যেই ব্যাপক সাড়াও পড়েছে। রাজনৈতিক মহলের মতে, লোকসভা নির্বাচনে এহেন কর্মসূচি ভোটব্যাঙ্কে প্রভাব ফেলতে পারে। কর্মসূচিতে মানুষে তাঁদের সমস্যার কথা জানাচ্ছেন। সেগুলোর লিখে রাখা হচ্ছে। বিপুল সংখ্যায় মানুষ কর্মসূচিতে যোগদান করছে। মনে করা হচ্ছে, কৃষ্ণনগরে তৃণমূল লিড পেতে পারে।

রাস্তা সংকীর্ণ, যার জেরে ইমার্জেন্সি কোনও গাড়ি ভালভাবে ঢুকতে পারে না, কারও বার্ধক্য ভাতা মিলছে না, স্বনির্ভর গোষ্ঠীদের জন্য ভাল হল ইত্যাদি দাবি, দাওয়া ছোটবড় নানান সমস্যার কথা প্রতিদিন শুনছেন মহুয়া মৈত্র (Mahua Moitra)।‌ সাংসদ হয়ে ফিরলে, সমস্যার সমাধানকে অগ্রাধিকার দেবেন বলেও প্রতিশ্রুতি দিচ্ছেন মহুয়া।

কৃষ্ণনগর ইতিমধ্যেই বিজেপির কাছে প্রেস্টিজ ফাইটের জায়গায় পরিণত হয়েছে। মোদী সরকারকে চ্যালেঞ্জ জানিয়ে ফের পার্লামেন্টে পা রাখার জন্য মরিয়া মহুয়া মৈত্র। কৃষ্ণনগর রাজপরিবারের অমৃত রায়কে প্রার্থী করেছে বিজেপি (BJP)। তবে মুখোমুখি মহুয়া, রীতিমতো ছক ভাঙা রাজনৈতিক কর্মসূচি। যা সাধারণ রাজনৈতিক জনসভার থেকে অনেকটাই আলাদা। ভাষণ নয়! সাধারণ মানুষকে নিজেই নিজের সমস্যার কথা জানাতে পারছেন। ঘোষপুকুর পার্কের বিউটিফিকেশন, পালপাড়া থেকে ক্ষৌণিশপার্ক পর্যন্ত রাস্তার সংস্কার, স্বনির্ভর গোষ্ঠীদের প্রশিক্ষণ শিবির, কৃষ্ণনগর শহরের সাজশিল্পীদের জন্য আলাদা কারখানা ইত্যাদি দাবি উঠছে।‌

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen