সামশেরগঞ্জে তৃণমূলের সমর্থনে প্রচারের ঝড় তুললেন টলিউডের তারকারা

দুপুরে সামশেরগঞ্জের ধুলিয়ান ফিল্ড ময়দানে আমিরুল ইসলামের সমর্থনে প্রচার এসে আম জনতার কাছে দিদির উন্নয়নের কথায় তুলে ধরেন।

September 27, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

রবিবাসরীয় প্রচারে এসে সামশেরগঞ্জে ঝড় তুললেন টলিউডের একগুচ্ছ অভিনেতা অভিনেত্রী। এদিন, তাঁরা শাসকদলের প্রার্থী আমিরুল ইসলামের সমর্থনে প্রচার চালান। প্রচারে ছিলেন রাজ্য যুব সহ সভাপতি অভিনেতা সোহম চক্রবর্তী, পরিচালক রাজ চক্রবর্তী ও জুন মালিয়া। সকল তারকাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পগুলি তুলে ধরেন। আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে আরও শক্ত করতে আমিরুল ইসলামকে ভোট দেওয়ায় জন্য অনুরোধ করেন। তাঁরা ভাষণে বলেন, দিদি যা কথা দেন তা রাখেন। মানুষের কথা ভাবেন। ভাষণ শেষে রাজ চক্রবর্তী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, সামশেরগঞ্জে আমরা অন্তত ৭০ হাজারের বেশি ভোটে জয়ী হব। এখানে যে যতই লম্ফঝম্প করুন, দিদির উন্নয়নই শেষ কথা বলবে। আমরা কোভিড বিধি মেনেই প্রচার সভা করেছি।


এদিন, দুপুরে সামশেরগঞ্জের ধুলিয়ান ফিল্ড ময়দানে আমিরুল ইসলামের সমর্থনে প্রচার এসে আম জনতার কাছে দিদির উন্নয়নের কথায় তুলে ধরেন। রাজ চক্রবর্তী তাঁর ভাষণে বলেন, বিগত ৩৪ বছরে ও তারও আগে কংগ্রেস সরকার মানুষের জন্য কিছুই করেনি। মমতা বন্দ্যোপাধ্যায় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একাধিক প্রকল্প এনেছেন। জুন মালিয়া বলেন, দিদি তো সব প্রতিশ্রুতি পূরণ করেছেন। উনি সবসময় মানুষের কথা ভাবেন। আগামী দিনে এলাকার উন্নয়ন অব্যহত রাখতে তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোটে জয়ী করতে হবে। অভিনেতা সোহম চক্রবর্তী তাঁর ভাষণে শুরু থেকেই বিজেপিকে নিশানা করেন। এদিন তিনি বিজেপিকে করোনা ভাইরাস বলে কটাক্ষ করেন। প্রসঙ্গত, এদিনের সভায় সূতির বিধায়ক ইমানী বিশ্বাস থাকলেও, অনুপস্থিত ছিলেন জঙ্গিপুরের সংসদ সদস্য তথা তৃণমূলের জেলা সভাপতি খলিলুর রহমান ও পাশ্ববর্তী কেন্দ্র ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলাম।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen