বুধবার থেকে SSKM-এ তিন দফায় চিকিৎসা, ‘অনন্য’ ওয়ার্ডে রাতেও মিলবে পরিষেবা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:০০: এসএসকেএম মেডিক্যাল কলেজ হাসপাতালের (SSKM Hospital ) নবনির্মিত ওয়ার্ড ‘অনন্য’-তে আগামীকাল, বুধবার থেকে শুরু হচ্ছে নতুন আউটডোর পরিষেবা। এই পরিষেবার বিশেষত্ব হল, এটি রাত পর্যন্ত চালু থাকবে। দুপুর ৩টে থেকে রাত ৯টা পর্যন্ত তিনটি পৃথক সময়ে রোগী দেখবেন চিকিৎসকরা।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আউটডোর পরিষেবাটি তিনটি স্লটে (Three Slots) ভাগ করা হয়েছে, দুপুর ৩টা থেকে বিকেল ৫টা, বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা এবং সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা। প্রতিটি স্লটে তিনটি বিভাগে চিকিৎসা চলবে এবং প্রতিটি বিভাগে তিনজন করে চিকিৎসক থাকবেন। অর্থাৎ, প্রতি স্লটে মোট নয়জন চিকিৎসক রোগী দেখবেন। একজন চিকিৎসক দিনে একটি স্লটেই থাকবেন এবং প্রত্যেকে ১০ জন রোগী দেখবেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।
রোগীদের সুবিধার্থে প্রি-বুকিংয়ের ব্যবস্থাও রাখা হয়েছে। যদিও অনলাইন বা ইউপিআই পেমেন্ট (UPI Payment) ব্যবস্থা এখনও চালু হয়নি, তাই আগাম অ্যাপয়েন্টমেন্ট নিতে হলে রোগীদের ডাক্তার দেখানোর ২৪ ঘণ্টা আগে ক্যাশ কাউন্টারে টাকা জমা দিতে হবে। এছাড়াও, আউটডোর চলাকালীন সরাসরি এসে নম্বর নেওয়ার সুযোগও থাকবে। রোগী দেখানোর পর হাসপাতাল কর্তৃপক্ষের তরফে স্লট, সময় এবং রোগীর ক্রমসংখ্যা জানিয়ে দেওয়া হবে। এই পরিষেবার জন্য ফি নির্ধারণ করা হয়েছে ৩৫০ টাকা। প্রি-বুকিং বা অন্যান্য তথ্য জানতে সকাল ৮টা থেকে রাত ৮টার মধ্যে (০৩৩) ২২০৪-১৯৩১ নম্বরে ফোন করা যাবে।
চিকিৎসকের পরামর্শে রোগী ভর্তির প্রয়োজন হলে, রোগীর আর্থিক সামর্থ্য অনুযায়ী পুরনো উডবার্ন ওয়ার্ড অথবা ‘অনন্য’, এই দুইয়ের মধ্যে পছন্দমতো বেছে নেওয়ার সুযোগ থাকবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আগেই জানিয়েছিলেন, চিকিৎসা পরিকাঠামো ও সময়সীমা বাড়িয়ে সাধারণ মানুষের কাছে পরিষেবা আরও সহজলভ্য করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।