সংগঠনকে শক্তিশালী করতে রদবদল করতে চলেছে তৃণমূল
তৃণমূলের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, জনসমাগম এড়িয়ে ২১ জুলাই শহিদ দিবসের কর্মসূচি হবে ভার্চুয়াল মাধ্যমে। ওইদিন দুপুর দু’টোর সময় বক্তব্য রাখবেন তৃণমূল নেত্রী।

সংগঠনে ব্যাপক রদবদল করতে চলেছে তৃণমূল (TMC)। একাধিক জেলায় নেতৃত্বের পরিবর্তন করা হবে। আবার সাংগঠনিক জেলা ভাগ এবং লোকসভা ভিত্তিক নেতা বাছাই নিয়েও আলোচনা শুরু হয়েছে তৃণমূলের অন্দরে। দিন কয়েকের মধ্যে সাংগঠনিক রদবদলের কাজটাও সেরে ফেলতে চাইছে রাজ্যের শাসক দল। আর তৃণমূলের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, জনসমাগম এড়িয়ে ২১ জুলাই শহিদ দিবসের কর্মসূচি হবে ভার্চুয়াল মাধ্যমে। ওইদিন দুপুর দু’টোর সময় বক্তব্য রাখবেন তৃণমূল নেত্রী। মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায় ট্যুইটারে তুলে ধরেন ২১ জুলাইয়ের কথা।
এবারের বিধানসভা নির্বাচনে বিপুল জয়ের পর তৃণমূলের এখন লক্ষ্য সর্বভারতীয় স্তরে দলকে আরও শক্তিশালী করা। তার প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে তৃণমূল শিবিরে। সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়ার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) এখন লক্ষ্য দেশের অন্যান্য রাজ্যে তৃণমূলের সংগঠন বিস্তার করা। রাজ্যেও দলের সংগঠনে ফাঁকফোকর মেরামতের কাজ শুরু হয়ে গিয়েছে। সেক্ষেত্রে বিভিন্ন জেলার সংগঠনে নেতৃত্বেও বদল ঘটতে চলেছে বলে দলীয় সূত্রে খবর। আলোচনা চলছে সাংগঠনিকভাবে একাধিক জেলা ভাঙা নিয়ে। জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুরের মতো জেলা ভাঙা হতে পারে। পশ্চিম মেদিনীপুর জেলায় নতুন জেলা সভাপতি নিয়েও জল্পনা তুঙ্গে।
আবার উত্তর ২৪ পরগনা জেলায় রাজ্যের মধ্যে সব থেকে বেশি বিধানসভা আসন। তার সংখ্যা ৩৩টি। সেখানে পাঁচটি লোকসভা আসন। এই জেলায় সাংগঠনিকভাবে ভাগ করা নিয়েও আলোচনা চলছে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। সেক্ষেত্রে সাংগঠনিকভাবে বারাকপুরকে আলাদা করে দল বাড়তি গুরুত্ব দিতে চাইছে। এছাড়াও বনগাঁ, বসিরহাট আলাদা করা নিয়েও দলে ভাবনাচিন্তা হয়েছে বলে খবর। এমনটাও আলোচনা চলছে ২০২৪ সালের লক্ষ্যে লোকসভা ভিত্তিক একজন করে নেতৃত্বকে দায়িত্ব দেওয়া হবে। মূলত প্রতিটি লোকসভা কেন্দ্রে সংগঠনকে আরও শক্তিশালী করতে চাইছে দল। রাজ্যের ৪২টি লোকসভা কেন্দ্রেই যাতে তৃণমূলের ভালো ফল হয়, সেই লক্ষ্যে এখন থেকে ঘর গোছানোর কাজ শুরু করে দিচ্ছে শাসক দল। আর শীঘ্রই ‘এক ব্যক্তি এক পদ’ নীতি কার্যকর করছে তৃণমূল। ফলে সংগঠনকে বুথ স্তর থেকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ঝাঁপাচ্ছে জোড়াফুল শিবির।