নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত ট্রাম্প

এর আগে ২০১৯ সালেও উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নেওয়ার জন্য তিনি ট্রাম্পের নাম সুপারিশ করেছিলেন।

September 10, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

সাধারণ নির্বাচনের আগে বড় প্রাপ্তি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শান্তি পুরস্কার দেওয়ার সুপারিশ করে নোবেল কমিটির কাছে চিঠি লিখলেন নরওয়ের রাজনীতিবিদ এবং এমপি টাইব্রিং-জেড্ডে। তিনি মনে করেন, তাঁকে নিয়ে যতই বিতর্ক থাকুক, ২০২১ সালে মনোনয়ন পাওয়া অন্য প্রার্থীদের থেকে নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্প অনেক যোগ্য। এ নিয়ে দ্বিতীয়বার তিনি ট্রাম্পের নাম সুপারিশ করলেন। এর আগে ২০১৯ সালেও উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নেওয়ার জন্য তিনি ট্রাম্পের নাম সুপারিশ করেছিলেন।

এবার ট্রাম্পের নাম সুপারিশ করে ডেড্ডে বলেন, বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্প অনেক বেশি সক্রিয়। নোবেল কমিটিকে পাঠানো চিঠিতে জেড্ডে লিখেছেন, ‘ট্রাম্পের মধ্যস্থতায় সম্পর্ক স্বাভাবিক করতে চুক্তিবদ্ধ হয়েছে সংযুক্ত আরব আমিরশাহী ও ইজরায়েল। দশকের পর দশক ধরে সম্পর্কের দীর্ঘ শৈত্য কাটিয়ে পাশাপাশি আসার অঙ্গীকার করেছে পশ্চিম এশিয়ার এই দুই দেশ। আশা করা হচ্ছে, পশ্চিম এশিয়ার অন্যান্য দেশগুলিও সংযুক্ত আরব আমিরশাহীর পদাঙ্ক অনুসরণ করবে। এই চুক্তি একটি গেম চেঞ্জার হতে পারে, যা পশ্চিম এশিয়াকে সহযোগিতা ও সমৃদ্ধশালী অঞ্চলে পরিণত করবে।’ গত বছর ট্রাম্প নিজেকে নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য বলে ঘোষণা করেছিলেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen