গ্রেপ্তার আরও দুই! খগেন-শঙ্কর কাণ্ডে ধৃত বেড়ে চার

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:৩০: নাগারকাটায় বিজেপি সাংসদ খগেন মুর্মু (BJP MP Khagen Murmu) এবং বিধায়ক শঙ্কর ঘোষের (MLA Shankar Ghosh) উপর হামলার ঘটনায় আরও দুই জনকে গ্রেপ্তার করল পুলিশ। বৃহস্পতিবার, জলপাইগুড়ির নাগরাকাটা থেকে দু’জনকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের এক জনের নাম সাহানুর আলম ওরফে মান্নান। অপরজন তোফায়েল হোসেন ওরফে মিলন। দু’জনেই নাগরাকাটার বাসিন্দা।
এর আগে বুধবার, খগেন এবং শঙ্করের উপর হামলার ঘটনায় নাগরাকাটা থেকে দু’জনকে পাকড়াও করেছিল পুলিশ। আজ দুপুর অবধি এই ঘটনায় মোট চার অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ।
সোমবার জলপাইগুড়ির নাগরাকাটায় বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছিলেন মালদহ উত্তর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর। আঘাত পান খগেন। শঙ্করের হাতে চোট লাগে। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পরদিন হাসপাতালে গিয়ে খগেনকে দেখে এসেছিলেন মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার শঙ্কর ছাড়া পেলেও খগেন এখনও চিকিৎসাধীন।