Weather Update: আজ দ্বিতীয়ায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৮:০০: আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ তৈরি হয়েছে যার ফলে রাজ্যের দক্ষিণাঞ্চলে প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ২৪শে সেপ্টেম্বর অর্থাৎ বুধবার পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানাল আবহাওয়া দপ্তর।
দক্ষিণ ২৪ পরগনায় ৭-২০ সেমি পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। অন্যদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং কলকাতার সহ অন্যান্য অঞ্চলে ৭-১১ সেমি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
উত্তর-পূর্ব ও উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকবে। সমুদ্রে ঝড়ো হাওয়া ৬০ কিলোমিটার পর্যন্ত বইতে পারে। রাজ্যের মৎস্যজীবীদের বঙ্গোপসাগরে যেতে নিষেধ করা হয়েছে ২৭ সেপ্টেম্বর শনিবার পর্যন্ত। বুধবার দক্ষিণবঙ্গের সব জেলার অধিকাংশ জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গে প্রতিটি জেলায় হলুদ সতর্কতা জারি করা। পঞ্চমী এবং ষষ্ঠীতে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ উত্তরবঙ্গের প্রত্যেক কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সেইসঙ্গে মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।