মেসি-বরণে বিশৃঙ্খলা: যুবভারতীতে পরিস্থিতি খতিয়ে দেখে কী জানাল মুখ্যমন্ত্রীর তদন্ত কমিটি?

December 14, 2025 | 2 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:৩০: লিওনেল মেসির (Lionel Messi) সফর ঘিরে শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে নজিরবিহীন বিশৃঙ্খলার ঘটনার পর রবিবার সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখল রাজ্য সরকারের গঠিত উচ্চপর্যায়ের তদন্ত কমিটি। অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়ের (Asim Kumar Roy) নেতৃত্বে এদিন মাঠ ও গ্যালারির বিভিন্ন অংশ ঘুরে দেখেন কমিটির সদস্যরা। পরিদর্শন শেষে বিচারপতি স্পষ্ট জানিয়ে দেন, তদন্ত প্রক্রিয়া প্রাথমিক পর্যায়ে রয়েছে, তাই এখনই কোনো চূড়ান্ত মন্তব্য করা সম্ভব নয়।

শনিবারের ঘটনার কারণ অনুসন্ধানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) যে কমিটি গঠন করে দিয়েছিলেন, তার শীর্ষে রয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়। কমিটিতে এছাড়াও রয়েছেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ, স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী এবং অতিরিক্ত মুখ্যসচিব (পার্বত্য বিষয়ক)। রবিবার দুপুরে লিওনেল মেসিরা যে পথ দিয়ে স্টেডিয়ামে প্রবেশ করেছিলেন, তদন্ত কমিটির সদস্যরাও সেই পথ দিয়েই মাঠে ঢোকেন।

মাঠের পরিস্থিতি এবং গ্যালারির ভাঙচুরের চিহ্ন খতিয়ে দেখার পাশাপাশি গোটা প্রক্রিয়ার ভিডিয়োগ্রাফিও করা হয়। সরেজমিনে তদন্তের পর স্টেডিয়ামের ভেতরেই এক দফা বৈঠক করেন কমিটির সদস্যরা। বিকেল ৩টে ১৫ মিনিট নাগাদ স্টেডিয়াম থেকে বেরোনোর সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিচারপতি রায় বলেন, ‘‘এখনই কাটাছেঁড়া করবেন না। আমরা সক্রিয় ভাবে সব দিক তদন্ত করে দেখছি। আমরা যা যা দেখেছি, তার নোট নিয়েছি। আমাদের রিপোর্টে সব কিছুর উল্লেখ থাকবে।’’

ঠিক কার গাফিলতিতে শনিবার এমন পরিস্থিতি তৈরি হল, সেই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘এই মুহূর্তে তদন্ত প্রাথমিক পর্যায়ে রয়েছে। ফলে এখনই কিছু বলতে পারব না।’’ পরিদর্শনের সময় বিচারপতির সঙ্গে মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব উপস্থিত থাকলেও তাঁরা সংবাদমাধ্যমের সামনে কোনও মন্তব্য করেননি।

উল্লেখ্য, শনিবার হাজার হাজার টাকার টিকিট কেটে মেসি, সুয়ারেজ ও ডি’পলকে দেখতে এসে চরম হতাশ হন দর্শকরা। অভিযোগ, আয়োজক এবং নেতা-মন্ত্রীদের ভিড়ে সাধারণ দর্শকরা ফুটবল তারকাদের একঝলক দেখার সুযোগও পাননি। মাত্র ১৫-২০ মিনিটের মধ্যে অনুষ্ঠান শেষ করে মেসিরা বেরিয়ে যেতেই ক্ষোভে ফেটে পড়েন অনুরাগীরা। শুরু হয় বোতল ছোঁড়া ও চেয়ার ভাঙচুর, যা পরে রণক্ষেত্রের আকার নেয়।

এই ঘটনার জেরে অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে শনিবার রাতেই কলকাতা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে বিধাননগর পুলিশ। রবিবার তাঁকে আদালতে তোলা হলে ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen