নোবেল শান্তি পুরস্কার নিয়ে ট্রাম্পকে উপেক্ষা! ক্ষোভে ফুঁসছে হোয়াইট হাউস

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ২০:০৫: নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের বিতর্কের ঝড়। এবার পুরস্কার পেলেন ভেনেজ়ুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো, আর বাদ পড়লেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সিদ্ধান্তে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে হোয়াইট হাউস, যা একে ‘রাজনৈতিক পক্ষপাতদুষ্ট সিদ্ধান্ত’ বলে অভিহিত করেছে।
ট্রাম্প বহুবার দাবি করেছেন, তাঁর শান্তি প্রচেষ্টার জন্য তিনি নোবেল পাওয়ার যোগ্য। তাঁর কথায়, “আমি আটটি যুদ্ধ থামিয়েছি। যদি আমি না পাই, তাহলে কে পাবে?” হোয়াইট হাউসও তাঁর দাবিকে সমর্থন করে বারবার নোবেল কমিটির দৃষ্টি আকর্ষণ করেছে। কিন্তু শেষ পর্যন্ত পুরস্কারটি গেছে মারিয়ার হাতে।
পুরস্কার ঘোষণার পর ট্রাম্প নিজে কোনো মন্তব্য না করলেও, হোয়াইট হাউসের এক মুখপাত্র রয়টার্সকে জানিয়েছেন, ‘নোবেল কমিটি আরও একবার প্রমাণ করল, শান্তির চেয়ে রাজনীতিকেই তারা অগ্রাধিকার দেয়।’
এই প্রতিক্রিয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের একাংশ। তাঁদের মতে, এই ঘটনার ফলে নোবেল কমিটি ও ওয়াশিংটনের মধ্যে ভবিষ্যতে রাজনৈতিক টানাপোড়েন দেখা দিতে পারে, যা আন্তর্জাতিক কূটনীতির জন্য সুখকর নয়।
অসলো থেকে নোবেল কমিটির চেয়ারম্যান জর্গেন ওয়াটনে ফ্রিডনেস শুক্রবার মারিয়ার নাম ঘোষণা করেন। তিনি বলেন, ‘সাম্প্রতিক সময়ে মারিয়া কোরিনা মাচাদো লাতিন আমেরিকার অন্যতম সাহসী আন্দোলনের প্রতীক।’
নোবেল কমিটির ভাষায়, মারিয়া হলেন ‘অন্ধকার সময়েও ভেনেজুয়েলার গণতন্ত্রের শিখা জ্বালিয়ে রেখেছেন তিনি।’