লজ্জা! ১৯ উজবেক শিশুর মৃত্যর পর ভারতীয় কাশির সিরাপ নিয়ে নিষেধাজ্ঞা WHO-এর

এখনও পর্যন্ত, মেরিয়ন এই পণ্যগুলির সুরক্ষা এবং গুণমানের বিষয়ে WHO-কে গ্যারান্টি দেয়নি।

January 12, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

বুধবার WHO-এর তরফ থেকে জানানো হয়েছে যে ভারতের মেরিয়ন বায়োটেক দ্বারা তৈরি দুটি ‘সাব স্ট্যান্ডার্ড’ কাশির সিরাপ শিশুদের জন্য ব্যবহার করা উচিত নয়। উজবেকিস্তানে ১৯ জন শিশুর মৃত্যুর সাথে এই কাশির সিরাপগুলি যুক্ত বলে জানা গেছে।

উজবেকিস্তানের স্বাস্থ্য মন্ত্রকের বিশ্লেষণে দেখা গেছে যে সিরাপ, অ্যামব্রোনল এবং ডিওকে-1 ম্যাক্সে একটি বিষাক্ত পদার্থ, ইথিলিন গ্লাইকল রয়েছে। বিশ্লেষণ অনুসারে, সিরাপগুলি শিশুদের জন্য আদর্শের চেয়ে বেশি মাত্রায় প্রয়োগ করা হয়েছিল, হয় তাদের পিতামাতারা এটিকে ঠান্ডা প্রতিরোধের প্রতিকারের জন্য ভুলে অথবা ফার্মাসিস্টদের পরামর্শে, বলছে ঘটনা পরবর্তী বিশ্লেষণ।

জানা যাচ্ছে, এখনও পর্যন্ত, মেরিয়ন এই পণ্যগুলির সুরক্ষা এবং গুণমানের বিষয়ে WHO-কে গ্যারান্টি দেয়নি। উজবেকিস্তানে ধারাবাহিক মৃত্যুর খবর পাওয়ার পরপরই, ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় কোম্পানিতে উৎপাদন স্থগিত করে। সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের উত্তর প্রদেশ রাজ্য মেরিয়নের উৎপাদন লাইসেন্স স্থগিত করেছে।

গত সপ্তাহে, উজবেক রাষ্ট্রীয় নিরাপত্তা পরিষেবা ১৯টি শিশুর কাশি-সিরাপ সম্পর্কিত মৃত্যুর তদন্তে চারজনকে গ্রেপ্তার করেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen