প্রথম তালিকায় নাম নেই! আলুওয়ালিয়া কি টিকিট পাবেন?

এবার এখনও সময় আছে বলে আশাবাদী তিনি। বলছেন, প্রার্থী ঠিক করার জন্য কেন্দ্রীয় কমিটি রয়েছে।

March 7, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
প্রথম তালিকায় নাম নেই! আলুওয়ালিয়া কি টিকিট পাবেন?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: খোদ দলের লোক তাঁকে কাঠগড়ায় তোলে সংগঠনে ভরাডুবির জন্য, বিরোধীদের কাছে তিনি পরিযায়ী। কয়েকদিন আগেও বর্ধমান শহরে তাঁকে নিয়ে পোস্টার দেখা গিয়েছিল। প্রথম তালিকায় নাম নেই, তারপরও বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী হওয়ার আশা ছাড়ছেন না আলুওয়ালিয়া (Surendrajeet Singh Ahluwalia)।

তিনি অবশ্য বলছেন, গত নির্বাচনে (Lok Sabha Election 2024) সবার শেষে তাঁর নাম ঘোষণা হয়েছিল। এবার এখনও সময় আছে বলে আশাবাদী তিনি। বলছেন, প্রার্থী ঠিক করার জন্য কেন্দ্রীয় কমিটি রয়েছে। কে, কোথায় প্রার্থী হবে তা কমিটি ঠিক করবে।

গেরুয়া শিবিরের অন্দরের খবর, বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে (Burdwan-Durgapur constituency) প্রার্থী নিয়ে দলের অন্দরে টানাপোড়েন শুরু হয়েছে। দলের একাংশ নতুন মুখ চাইছে। তাঁদের বক্তব্য, সাংসদ এলাকায় সময় দেননি। বিধানসভা নির্বাচনের ফল বেরনোর পর তাঁকে দেখা যায়নি। সাংসদ সাহায্যের হাত বাড়িয়ে দেননি। অনেকে ফোন করেও পাননি। নানান অভিযোগের জেরে তাঁর টিকিট ঘিরে অনিশ্চিয়তা দেখা দিয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen