রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ বিশ্বজয়ী হরমনদের, জার্সি উপহার দিলেন অধিনায়ক

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:১৫: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) পর এবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (Droupadi Murmu) সঙ্গে সাক্ষাৎ ভারতের বিশ্বজয়ী মহিলা ক্রিকেট দল।
রাষ্ট্রপতিকে জার্সি উপহার দেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur)।
এদিন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ভারতীয় মহিলা দলকে বলেন, “তোমরা এখন রোল মডেল। তরুণ প্রজন্ম, বিশেষ করে মেয়েরা অনুপ্রাণিত হবে। ক্রিকেট বিশ্বকাপ জয়ের মাধ্যমে ইতিহাস তৈরি হয়েছে। দেশের প্রত্যেক কোণে এবং বিদেশে যেখানেই ভারতীয়রা আছেন, প্রত্যেকে এই জয় উদযাপন করছেন।”
তিনি আরও বলেন, “সাতবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারানো ভারতীয় দলের শ্রেষ্ঠত্বের উদাহরণ। বিভিন্ন অঞ্চল, বিভিন্ন সামাজিক পটভূমি, বিভিন্ন পরিস্থিতির মধ্য দিয়ে উঠে এসেছ তোমরা। কিন্তু সব মিলিয়ে একটাই দল- ভারত। এই দলই বিশ্বজয় করেছে।”
বৃহস্পতিবার রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় মহিলা ক্রিকেটের বীরাঙ্গনারা।
৫ই নভেম্বর, ২০২৫ (মঙ্গলবার) সন্ধ্যায় চার্টার্ড বিমানে দিল্লিতে পৌঁছেছিল ভারতীয় মহিলা দল। তাদের স্বাগত জানানো হয় ঢোল বাজিয়ে, পুষ্পবৃষ্টির মাধ্যমে।
বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে প্রথমবার হারায় মহিলা উইমেন ইন ব্লুরা। দেশে ফিরে দিল্লির তাজ প্যালেস হোটেলে ছিলেন হরমনপ্রীতরা। তাদের ঐতিহাসিক জয়ে ৫১ কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছে বিসিসিআই (BCCI)।
ভারত জেতার পর x হ্যান্ডেলে ভারতীয় মহিলা ক্রিকেট দলকে শুভেচ্ছা জানিয়েছিলেন রাষ্ট্রপতি।এবার সরাসরি সাক্ষাতে হরমনপ্রীতদের শুভেচ্ছা জানালেন তিনি।