উত্তরবঙ্গেও যোগীর সভাস্থল ফাঁকা

আদিত্যনাথ এদিন মাল বিধানসভার বিজেপি প্রার্থী মহেশ বাগের সমর্থনে ক্রান্তির ভাণ্ডরি মাঠে জনসভা করেন।

April 8, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

বিজেপি আশা করেছিল কয়েক হাজার লোক বসিয়ে যোগী আদিত্যনাথের সভার মাঠ ভরাবে। কিন্তু মাঠের একাংশই ফাঁকা রইল বুধবার। বুধবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে নির্বাচনী সভা করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ। সভায় তিনি স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় হিন্দুত্বের জিগির তুলে উপস্থিত দর্শকদের উদ্দেশ্যে ভোট চান। সভায় যোগী আদিত্যনাথ বলেন, বিগত দিনে  কংগ্রেস, বাম জামানাতে বাংলার উন্নয়ন হয়নি। গত ১০ বছর তৃণমূল শাসন করেছে। কিন্তু এই সময়ে রাজ্যে দুর্নীতি আর দুর্নীতি হয়েছে। মানুষ এবার এসবের জাবাব দেবে। এদিনের জনসভায় অন্যদের মধ্যে ছিলেন রায়গঞ্জের এমপি কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী, কালিয়াগঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী সৌমেন রায়, হেমতাবাদের দলীয় প্রার্থী চাঁদিমা রায় প্রমুখ। 


আদিত্যনাথ এদিন মাল বিধানসভার বিজেপি প্রার্থী মহেশ বাগের সমর্থনে ক্রান্তির ভাণ্ডরি মাঠে জনসভা করেন। সেখানেও আশানুরূপভাবে মাঠ ভরাতে পারেন বিজেপি। তিনি বলেন, আমরা সেভকে নতুন সেতুর জন্য দিদিকে টাকা দিতে চাইলেও দিদি নিচ্ছেন না। তবে ক্ষমতায় এলে সেভকে সেতু গড়ার আশ্বাস তিনি দেন। অন্যদিকে, দার্জিলিং পাহাড়ে উপস্থিত হয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি বাংলায় আসার পর বাংলায় পরিবর্তন হবেই। পাহাড়ের পুরুষ ও মহিলাদের আর বাইরে কর্মসংস্থানের জন্য যেতে হবে না। আপনাদের আশীর্বাদে রাজু বিস্তাকে এমপি হয়েছেন। এবার এমএলএও দিন। কার্শিয়াংয়ে সভায় আদিত্যনাথ বলেন, ডবল ইঞ্জিনে সরকার চললে কাজ ভালোভাবে হবে। 

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen