জুবিন গর্গের ‘মায়াবিনী’ এবার কাজিরাঙায় — নবজাতক হস্তিশাবক পেল কিংবদন্তির গানের নাম

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:৫৫: বিশ্ব প্রাণী দিবসের দিনে কাজিরাঙা জাতীয় উদ্যান ও টাইগার রিজার্ভে জন্ম নিল এক নতুন প্রাণ, এক নবজাতক হাতির ছানা, যার নাম রাখা হয়েছে ‘মায়াবিনী’। এই নামটি এসেছে অসমের কিংবদন্তি শিল্পী সদ্য প্রয়াত জুবিন গর্গের সেই অমর গান ‘মায়াবিনী রাতির বুকু’ থেকে যে গানটি তাঁর ভক্তদের হৃদয়ে এক চিরন্তন অনুভূতি হয়ে বেঁচে আছে।
এই হস্তি শাবকটির মা ‘কুয়ারি’, কাজিরাঙার অন্যতম আদরের হাতি। তার কোলজুড়ে এই নবজন্ম যেন বনের বুকজুড়ে এক নতুন প্রাণের স্পন্দন ছড়িয়ে দিয়েছে। প্রকৃতির কোলে এই খুশির সংবাদে মেতে উঠেছে কাজিরাঙা ও পুরো অসম। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন দপ্তরের মন্ত্রী চন্দ্রমোহন পাতোয়ারি এই সুন্দর খবরটি নিজের এক্স (X) পোস্টে জানিয়েছেন। তিনি লিখেছেন — “বিশ্ব প্রাণী দিবসে মন ভালো করা সংবাদ কাজিরাঙার কুয়ারি একটি সুস্থ মেয়ে হাতির জন্ম দিয়েছে! গভীর স্নেহ ও মানুষের ভালোবাসায় আমরা তার নাম রেখেছি ‘মায়াবিনী’ যা প্রকৃতির নতুন জীবন।”
‘মায়াবিনী রাতির বুকু’ গানটির সঙ্গে যুক্ত আছে গভীর আবেগের স্মৃতি। জুবিন গর্গ তার এক অনুষ্ঠানে একবার বলেছিলেন, মৃত্যুর পর যেন মানুষ এই গানটি গায় এবং সেটাই ঘটেছিল তাঁর শেষযাত্রায়। তাঁর হাজারো অনুরাগী এই গান গেয়ে বিদায় জানিয়েছিলেন প্রিয় শিল্পীকে। তাই আজ কাজিরাঙার এই নবজাতক হাতির নাম যখন রাখা হলো ‘মায়াবিনী’, তখন সেটা যেন শুধু একটি নাম নয় বরং এক আবেগ, এক স্মৃতি, এক সাংস্কৃতিক শ্রদ্ধার প্রতীক হয়ে উঠল।