দেশ বিভাগে ফিরে যান

রণক্ষেত্র দিল্লি – মসজিদে আগুন

February 26, 2020 | < 1 min read

দিল্লির পরিস্থিতি বর্তমানে রণক্ষেত্রে পরিণত হয়েছে। আতঙ্কের আবহের মধ্যেই দিল্লির একটি মসজিদে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ‘জয় শ্রীরাম’, ‘হিন্দুওকা হিন্দুস্তান’ স্লোগান দিয়ে সশস্ত্র দুর্বৃত্তরা মসজিদে আগুন দেয়। মসজিদের মিনার থেকে মাইক ফেলে দিয়ে সেখানে হনুমানের ছবি সম্বলিত পতাকা লাগানোরও ঘটনা ঘটে।

এরই মধ্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে গেছে। সেই ভিডিওতে দেখা যায়, মসজিদের মিনারে উঠছে একদল। তারপর সেখানে একটি পতাকা সাঁটিয়ে দেওয়ার চেষ্টা করছে। মসজিদের মিনারে উঠে তারা মাইক ভেঙে ফেলে দেয়। এরপর হনুমানের ছবি সম্বলিত পতাকা উত্তোলন করে।

পরে আরেক ব্যক্তি ভারতীয় পতাকা নিয়ে গিয়ে সেটাও উত্তোলন করে। জানা গেছে, ওই এলাকার দোকানগুলোতেও হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। মসজিদে আগুন লাগানোর খবর পেয়ে ঘটনাস্থলে যান সাংবাদিকরা।

যদিও পুলিশের তরফে দাবি করা হয় যে অশোক বিহারে কোনও মসজিদে আগুন দেওয়া হয়নি, জনৈক এক সাংবাদিক দাবি করেন ঘটনাটি ঘটেছে অশোক নগরে।

TwitterFacebookWhatsAppEmailShare

#mosque, #delhi, #Delhi Police, #Delhi burning, #delhi violence, #delhi riot

আরো দেখুন