কলকাতা বিভাগে ফিরে যান

কলকাতায় ধোবি ঘাট – জানেন কোথায় আছে?

March 24, 2020 | < 1 min read

কে বলে ধোবি ঘাট একমাত্র মুম্বাইতেই আছে? দক্ষিন কলকাতার বালিগঞ্জ সার্কুলার রোডের কাছে এক অনামী গলিতে আপনি পেয়ে যাবেন সাউথ ধোবি খানা – কলকাতার নিজস্ব ধোবি ঘাট।

গলির মুখেই পেয়ে যাবেন একটি বড় গেট। গেটটি বেশ পুরোনো, তাতে লেখা আছে ‘সাউথ ধোবী খানা’। এই ঘিঞ্জি গলিতে ১০৮ টি ব্লক দেখতে পাবেন। যাতে পালা করে সারাদিন পরিস্কার করা হয় জামাকাপড়।

ভোর চারটে থেকে মাঝরাত পর্যন্ত ৮০০ জন ধোপা গোটা শহরের কাপড় কাঁচেন এখানে। বিখ্যাত টালা ট্যাঙ্কের জলেই ধোয়া হয় কাপড়। কর্পোরেশনে স্বল্প মেয়াদি জল সরবরাহের কারণে রয়েছে জলাধারও।

এই ধোবি খানা তৈরী হয় ব্রিটিশ আমলে, ১৯০২ সালে। এটিই তৎকালীন সব থেকে বড় ধোবি খানা। এখানকার ধোপারা ব্রিটিশ আমল থেকে কাজ করছে।

যেখানে গোটা বিশ্ব এত এগিয়ে গেছে যে মেশিনে আজকাল কাঁচা হয় কাপড়। কিন্তু আজও এই শহর তার উপনিবেশিক সংস্কৃতিকে বাঁচিয়ে রেখেছে। 

TwitterFacebookWhatsAppEmailShare

#dhobi ghat, #south kolkata

আরো দেখুন