দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

কাকদ্বীপ পেলো সেরার শিরোপা

April 25, 2020 | < 1 min read

কাকদ্বীপের প্রতাপাদিত্যনগর গ্রাম পঞ্চায়েতকে রাজ্যের সেরার শিরোপা দিল কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার সকালে কেন্দ্রের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রক থেকে দক্ষিণ পরগনার জেলাশাসককে খবরটি ইমেইল মারফত জানানো হয়। জেলাশাসক পি উলগানাথনের কাছ থেকে জানতে পারেন কাকদ্বীপের বিডিও দিব্যেন্দু সরকার।

গ্রামপঞ্চায়েতের সূত্রে জানানো হয় লকডাউনের জেরে পুরস্কার কবে দেওয়া হবে তা এখনো জানানো হয় নি।উপপ্রাধান দেবব্রত মাইতি বলে, “এই পুরস্কার গোটা পঞ্চায়েতের সাফল্য। মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরনা এবং বাসিন্দাদের সহযোগীতাতেই এই সাফল্য এসেছে”।

ব্লক প্রশাসন সূত্র অনুযায়ী, ২০১৮-১৯ আর্থিক বর্ষে গ্রাম পঞ্চায়েত উন্নয়ন পরিকল্পনায় কেন্দ্রের তরফ থেকে পঞ্চায়েতের কাছে এলাকায় পিছিয়ে পড়া মানুষদের মনোন্নয়নের জন্যে পরিকল্পনা চেয়ে পাঠানো হয়েছিল। সেখানে প্রতাপাদিত্যনগর অনেক পরিকল্পনা দেয়। সেই পরিকল্পনায় ছিল খাল-পুকুর খনন, নিকাশিনালা সংস্কার, বন সৃজন, গ্রামীণ রাস্তা তৈরী, মহিলাদের স্বনির্ভর করা ইত্যাদিতে গুরুত্ব দেওয়া হয়েছিল। এই পরিকল্পনার বাস্তবায়নে বাসিন্দারা অংশগ্রহণ করে। যাদের ৬৮ শতাংশ মহিলা।

কয়েক মাস আগে এই রিপোর্ট কেন্দ্রের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রকে জমা পড়ে। শীর্ষ স্তরের কাছে প্রতাপাদিত্যনগরের পরিকল্পনা অন্যান্য গ্রাম পঞ্চায়েতের থেকে বেশি গ্রহণযোগ্যতা পায়।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #pratapadityanagar

আরো দেখুন