মুখে বলছে লকডাউন, খুলে দিচ্ছে সব দোকান! কেন্দ্রকে তোপ মমতার
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পরেই কেন্দ্রের নির্দেশিকা নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, ‘একটা করে সার্কুলার দিয়ে দিচ্ছে, আলোচনা ছাড়াই, স্টেটকে জিগ্যেস করাই হচ্ছে না। বলছে লকডাউন কঠোর করতে হবে। অথচ সব দোকান খুলে দেওয়ার কথা বলছে। এবার আমি মানুষকে কীভাবে বলব, দোকানে যাবেন না! দোকানদারদের কীভাবে বলব দোকান খুলবেন না। কোনও স্বচ্ছতা নেই। রাজ্যের সঙ্গে কিছুই আলোচনা করা হচ্ছে না।’
তিনি এদিন বলেন, ‘জনবসতি যেখানে বেশি, এত ট্রেন চলে, শহরে কোটি মানুষের বাস, সেখানে তো রোগের প্রাদুর্ভাব বেশি হবেই। মুম্বই, অহমদাবাদের মতো জায়গা দেখুন। বাংলায় সেখানে অনেকটাই কম। যদিও কেন্দ্র সেসবের কোনও কৃতিত্ব দেবে না। কিন্তু মনে রাখবেন, বাংলায় ৩ কোটি ৪ লক্ষ বাড়িতে সার্ভে করা হয়েছে। এটা বিরাট ব্যাপার। বাংলা যা করতে পেরেছে, তা আর কেউ করতে পারেনি।’
কেন্দ্রের বিরুদ্ধে করোনা মোকাবিলায় কোনও আর্থিক সাহায্য দিচ্ছে না বলেও এদিন অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। ‘কেন্দ্র এখন কেন্দ্রীয় দল পাঠিয়ে ঝগড়া করতে চাইলেও আমরা ঝগড়া চাই না। বাংলা যা করছে, আপনারা নিশ্চিন্ত থাকুন। সতর্ক থাকুন। আমরা চেষ্টা করছি।’
এদিন তিনি ঘোষণা করেন, ‘টেলিমেডিসিনের মাধ্যমে বাড়িতে বসেই চিকিৎসা করাতে পারেন। লকডাউন বৃদ্ধির ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী। লকডাউন বাড়ুক না বাড়ুক, আমরা ২১ মে পর্যন্ত খুব সাবধানে চলব। বাড়িতে থাকুন। হোম কোয়ারানটিন থাকুন, সেটাই সবচেয়ে নিরাপদ।’