দেশ বিভাগে ফিরে যান

১ জুন থেকে চলবে ২০০টি নন-এসি প্যাসেঞ্জার ট্রেন

May 20, 2020 | < 1 min read

আগামী ১ জুন থেকে ২০০টি নন-এসি বিশেষ প্যাসেঞ্জার ট্রেন চালানোর কথা ঘোষণা করল রেলমন্ত্রক। মঙ্গলবার টুইট করে একথা জানিয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েল। শুধুমাত্র আইআরসিটিসি-র ওয়েবসাইট বা অ্যাপ থেকে টিকিট কাটা যাবে। স্টেশনের সমস্ত টিকিট বুকিং কাউন্টার বন্ধ থাকবে।

১ জুন থেকে চলবে ২০০টি নন-এসি প্যাসেঞ্জার ট্রেন

উল্লেখ্য, ১২ মে থেকে কয়েকটি নির্দিষ্ট রুটে ১৫ জোড়া ট্রেন চালানো শুরু করেছে রেল। সেই টিকিট বুকিংও শুধুমাত্র অনলাইনে করা যাচ্ছে। এদিন রেলের তরফে টুইটে জানানো হয়েছে, আগামী ১ জুন থেকে ওই যাত্রিবাহী ট্রেনের সংখ্যা বাড়িয়ে আপাতত ২০০ করা হচ্ছে।

কবে থেকে অনলাইনে টিকিট কাটা যাবে তা দ্রুত জানানো হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী। তবে টিকিট কাটার সময় যাত্রীদের গন্তব্যস্থলের সমস্ত তথ্য দিতে হবে।

রেলমন্ত্রক সূত্রের খবর, স্পেশাল ট্রেন ও শ্রমিক ট্রেন একই সঙ্গে চলবে। নন-এসি ট্রেনে দ্বিতীয় শ্রেণির কম্পার্টমেন্টও থাকবে। দ্রুত বুকিং শুরু হবে। মূলত ছোট শহরগুলিতে ওইসব ট্রেন যাবে বলে রেলমন্ত্রক সূত্রে জানা গিয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#India, #passenger trains

আরো দেখুন