কলকাতা বিভাগে ফিরে যান

দেশের সেরা ১০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় এবার‌ও kolkata, jadavpur

June 12, 2020 | 2 min read

দেশের সেরা ১০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান করে নিল যাদবপুর ও কলকাতা বিশ্ববিদ্যালয়। আর কলেজগুলির মধ্যে সর্বভারতীয় র‍্যাংকিংয়ে প্রথম দশে আছে কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ এবং হাওড়ার রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির। যদিও সামগ্রিক বিচারে দেশের প্রথম ১০ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় বাংলা থেকে একমাত্র ঠাঁই পেয়েছে আইআইটি, খড়গপুর। সামগ্রিক র‍্যাংকিংয়ে খড়গপুর আইআইটি আছে পাঁচ নম্বরে। তবে আইআইটির ভিড়েও নজরকাড়া পারফরম্যান্স যাদবপুর ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের।

১০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান করে নিল যাদবপুর ও কলকাতা বিশ্ববিদ্যালয়।

গত এপ্রিল মাসে দেশের উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানগুলির NIRF র‌্যাংকিং প্রকাশ করার কথা ছিল কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের। কিন্তু করোনা সংকটের জেরে তা স্থগিত হয়ে যায়। অবশেষে বৃহস্পতিবার NIRF র‌্যাংকিং প্রকাশ করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিওয়াল নিশাঙ্ক। তাতে দেখা যাচ্ছে, ভারতের সেরা কলেজেগুলির তালিকায় প্রথম দশের মধ্যে পাঁচটিই দিল্লির। এ বছরও সেরা কলেজের শিরোপা ধরে রেখেছে দিল্লির মিরান্ডা হাউজ। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে যথাক্রমে লেডি শ্রীরাম কলেজ ফর ওম্য়ান এবং হিন্দু কলেজ। তিনটিই দিল্লি বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত। এ দিকে, তালিকায় যুগ্মভাবে সাত নম্বরে আছে কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ এবং হাওড়ার রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির। আর রহড়ার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ শতবার্ষিকী কলেজের স্থান কয়েক ধাপ পিছিয়ে এই মুহূ্র্তে একাদশ।

ei samay

দেশের বিশ্ববিদ্যালয় গুলির মধ্যে প্রথম দশে আছে যাদবপুর ও কলকাতা বিশ্ববিদ্যালয়। এর মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্থান পঞ্চম। আর কলকাতা আছে তার দু’ধাপ পরে, সাত নম্বরে। দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের তকমা পেয়েছে বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স (IISc)। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় (JNU) এবং বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় (BHU)।

ei samay

সামগ্রিকভাবে ভারতের প্রথম দশটি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে দাপট আইআইটিগুলির। এ বছরও সেরা প্রতিষ্ঠানের শিরোপা পেয়েছে আইআইটি-মাদ্রাজ। বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এবং দিল্লি আইআইটি যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেছে। পঞ্চম স্থানে খড়্গপুর আইআইটি। একাদশ এবং দ্বাদশ স্থানে যথাক্রমে কলকাতা ও যাদবপুর বিশ্ববিদ্যালয়।

ei samay

কিউএস ওয়ার্ল্ড র‌্যাংকিং ২০২১-এর জন্য তৈরি তালিকায় ভারতের ২১টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বিশ্বব্যাপী তালিকার প্রথম এক হাজারের মধ্যে জায়গা পেয়েছে। গত বুধবার প্রকাশিত এই র‍্যাংকিংয়ে ২১টির মধ্যে ১০টি হল কেন্দ্রীয় সরকার পরিচালিত উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। রাজ্য সরকার পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে প্রথম স্থানে আছে যাদবপুর। যদিও দেশের মধ্যে এই শিক্ষা প্রতিষ্ঠানের স্থান একদশে। দেশের মধ্যে একুশতম স্থানে আছে কলকাতা বিশ্ববিদ্যালয়। গতবারও একই জায়গায় ছিল যাদবপুর। দেশে রাজ্য বিশ্ববিদ্যালয়ের মধ্যে কিউএস র‌্যাংকিংয়ের এক হাজারের তালিকায় যাদবপুরই প্রথম। বিশ্ব র‌্যাংকিংয়ে যাদবপুর রয়েছে ৬৫১ থেকে ৭০০-র মধ্যে। ৮০১ থেকে হাজারের মধ্যে আছে কলকাতা বিশ্ববিদ্যালয়।

TwitterFacebookWhatsAppEmailShare

#JNU, #jadavpur university, #calcutta university, #NIRF, #IISc, #BHU

আরো দেখুন