বিনোদন বিভাগে ফিরে যান

কান চলচ্চিত্র উৎসবে মনোনীত বাঙালি পরিচালক বৌধায়ন

June 27, 2020 | < 1 min read

গোটা বিশ্বে যে ষোলো জন নির্দেশক কান চলচ্চিত্র উৎসবে সিনেফন্ডেশনের ল্যাটেলিয়ার অনুষ্ঠানের জন্যে মনোনীত হয়েছেন, বাঙালি পরিচালক বৌধায়ন মুখোপাধ্যায় তাঁদের মধ্যে অন্যতম। 

মে মাসের ১২ তারিখ থেকে ২৩ তারিখ অবধি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কান চলচ্চিত্র উৎসব। তার মধ্যে ল্যাটেলিয়ার অনুষ্ঠান চলত ওই মাসেরই ১৪-২১ তারিখ অবধি। কিন্তু এই করোনা আবহে বাতিল হয়েছে সবকিছু। স্থগিত রয়েছে চলচ্চিত্র উৎসব। তাঁর আগামী প্রজেক্ট মরিচঝাঁপি সিনেমাটির জন্যেই মনোনীত হয়েছেন পরিচালক।

কান চলচ্চিত্র উৎসব

বৌধায়ন এর আগে বাংলা ছবি ‘তিন কাহন’ এবং হিন্দি ছবি ‘দ্য ভায়োলিন প্লেয়ার’ পরিচালনা করেছেন। দুটি ছবিই তাঁর নিজের প্রোডাকশান হাউজের প্রযোজিত। মরিচঝাঁপি ছবিটির গল্প তিনি নিজে এবং অভিনন্দন বন্দোপাধ্যায় মিলে লিখেছেন। কিন্তু এটাই তাঁর প্রথম ছবি যা নিজের প্রোডাকশান হাউজে প্রোযজনা করা সম্ভব না। কারন ছবিটির বাজেট সেই তুলনায় বেশ খানিকটা বেশি হতে চলেছে।

এই ছবিটি মূলত সুন্দরবনে ১৯৭৯-এ আসা উদবাস্তুদের নিয়ে সত্যি ঘটনা অবলম্বনে তৈরি। অভিনয় করবেন আদিল হুসেন। ছবিটির শুটিং হবে আগামী বছরের জানুয়ারী, ফেব্রুয়ারীতে। 

TwitterFacebookWhatsAppEmailShare

#cannes film festival, #Bauddhayan

আরো দেখুন