রাজ্য বিভাগে ফিরে যান

অডিট হবে ত্রাণ তহবিলের, ঘোষণা মমতার

June 30, 2020 | < 1 min read

আম্পান ক্ষতিপূরণ বিতর্কের মধ্যেই সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, কোভিড এবং আম্পানের ত্রাণ তহবিলের অডিট করানো হবে।

কোভিড মোকাবিলায় ত্রাণ তহবিল আগেই গড়েছিল রাজ্য সরকার। আম্পানের পরে ক্ষয়ক্ষতি সামাল দিতে আরও একটি ত্রাণ তহবিল গড়ে রাজ্য। এ দিন মুখ্যমন্ত্রী বলেন, ‘‘এই সাহায্য সাধারণ মানুষের কাজ ছাড়া অন্য কোনও কাজে যাবে না। এটা সবটাই মানুষের জন্য। স্বচ্ছতা মেনেই কাজ হবে এবং হচ্ছে। প্রতিটা রেকর্ড অডিট হবে। ৮০-জি সুবিধার কারণে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের সঙ্গে এটার যোগ থাকলেও আমরা খরচ করছি না। অর্থ দফতরকে দায়িত্ব দেওয়া হয়েছে, যাতে অডিট করতে অসুবিধা না হয়। স্বচ্ছতা থাকে।’’ 

মমতা বন্দ্যোপাধ্যায়

গত রবিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন অভিযোগ করেছিলেন, ‘‘আম্পানে যাঁদের বাড়ি ভেঙেছে, তাঁদের বদলে রাজ্য সরকারি ক্ষতিপূরণের টাকা ঢুকেছে পাকা বাড়ির মালিক তৃণমূল নেতাদের অ্যাকাউন্টে।’’

মুখ্যমন্ত্রী করেছেন, মানুষের আর্থিক দান কোভিড মোকাবিলার উপকরণ এবং পরিকাঠামো খাতে খরচ করা হয়েছে। আম্পান তহবিলে কমবেশি ৪০ কোটি টাকা পেয়েছে সরকার। উপরন্তু আম্পান-ক্ষতিপূরণ এবং পুনর্গঠনে সাড়ে ছ’হাজার কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য নিজে। মমতার কথায়, ‘‘যেটুকু সাহায্য মানুষের থেকে পেয়েছি, তা মানুষের কাজেই লাগিয়েছি। আমাদের কিছু লুকোনোর নেই। কত পেয়েছেন আমি বলছি না, দেখছি না, শুনছি না, তা নয়। সব বলেছি, দেখেছি, শুনেছি।’’

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee

আরো দেখুন