কলকাতা বিভাগে ফিরে যান

আক্রান্তদের মনে সাহস যোগাতে শহরে কোভিড ওয়ারিয়ররা

July 7, 2020 | < 1 min read

মুম্বইয়ে কর্মরত আব্দুল আহাদ ডোমকলের বাড়িতে ফেরার পরই তাঁর সোয়াব নমুনার পরীক্ষা করেছিল স্থানীয় প্রশাসন। পজিটিভ আসতে স্থানীয় কোভিড হাসপাতালে স্থানান্তর করা হয় তাঁকে। ১৪ দিনে সেভাবে জ্বর-কাশিও হয়নি এই করোনাজয়ীর। বছর পঁয়ত্রিশের এই পরিযায়ী শ্রমিক বুঝেছেন, করোনার আতঙ্ক যতটা, রোগ সবার ক্ষেত্রে ততটা ভয়ঙ্কর নয়। একুশ বছরের ইনজামামুল হক, কান্দির সুজিত হালদারেরও একই অভিজ্ঞতা।

আব্দুল আহাদ, ইনজামাম, সুজিতরা করোনা জয় করেছেন ইতিমধ্যেই। এ বার সেই অভিজ্ঞতাই রাজ্য সরকারের হয়ে তাঁরা ভাগ করে নেবেন কলকাতার ৫ কোভিড হাসপাতালের করোনা আক্রান্তদের সঙ্গে। সোমবার যুবভারতী ক্রীড়াঙ্গনে মুর্শিদাবাদ জেলার কোভিড ওয়ারিয়র ক্লাবের ২৯ জন সদস্যকে আনুষ্ঠানিক ভাবে এই কাজে যুক্ত হওয়ার কথা ঘোষণা করেন মেডিক্যাল সার্ভিস কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর মহুয়া বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই কোভিড ওয়ারিয়র ক্লাব তৈরির কথা ঘোষণা করেছেন। করোনা জয়ীরা স্বেচ্ছায় তাতে যুক্তও হচ্ছেন। মুর্শিদাবাদ জেলার অনেক করোনাজয়ী কোভিড ওয়ারিয়র ক্লাবের সদস্য হয়েছেন। তার মধ্যে থেকে এই ২৯ জনকে বেছে নেওয়া হয়েছে প্রাথমিক ভাবে। করোনা আক্রান্তদের পরিষেবা দেওয়ার জন্য এদের প্রশিক্ষণও হয়েছে। মঙ্গলবার থেকে কলকাতার ৫ কোভিড হাসপাতালের ওয়ার্ডে তাঁরা কাজ করবেন। তাঁদের ১৫ হাজার টাকা করে সাম্মানিক দেবে সরকার। এঁদের থাকা, খাওয়ার ব্যবস্থাও সরকার করেছে।’

TwitterFacebookWhatsAppEmailShare

#covid-19 warrior club

আরো দেখুন